দ্বিতীয় অধ্যায় লেকচার-০৪: ডেটা ট্রান্সমিশন মোড।

ডেটা ট্রান্সমিশন মোড

ডেটা ট্রান্সমিশন মোড

ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা  ট্রান্সমিশন মোড বলে।

ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ

ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে প্রকারভেদ:

ডেটা ট্রান্সমিশন মোড

ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়।যথা-
১.সিমপ্লেক্স মোড(Simplex Mode) বা একমুখী প্রবাহ
২.হাফ-ডুপ্লেক্স মোড(Half-Duplex Mode) বা অর্ধ-দ্বিমুখী প্রবাহ
৩.ফুল-ডুপ্লেক্স মোড(Full-Duplex Mode) বা উভমুখী প্রবাহ

সিমপ্লেক্স মোড(Simplex Mode) বা একমুখী প্রবাহ:

যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রবাহিত হয় তাকে সিমপ্লেক্স মোড বলে। যেমন- কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ, রেডিও, টেলিভিশন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা। আমরা যখন রেডিও শুনি বা টেলিভিশন দেখি তখন শুধু শোনা বা দেখা যায়,এক্ষেত্রে আমরা শুধু ডেটা পাই,পাঠাতে পারি না।

হাফ-ডুপ্লেক্স মোড(Half-Duplex Mode) বা অর্ধ-দ্বিমুখী প্রবাহ:

যে পদ্ধতিতে ডেটা উভয় দিক থেকে আদান-প্রদান করা যায়,কিন্তু তা একই সময়ে সম্ভব নয় তাকে হাফ-ডুপ্লেক্স মোড বলে। যেমন- ওয়াকিটকি,ফ্যাক্স,ক্লাসে পাঠদান ইত্যাদি। হাফডুপ্লেক্স মোডে যখন একটি ডিভাইস ডেটা প্রেরণ করে, তখন অন্যটিকে অপেক্ষা করতে হয়। যেমন শ্রেণীকক্ষে শিক্ষক যখন পাঠদান করে ছাত্ররা চুপ থাকে তখন শিক্ষক থেকে শুধু ছাত্র-ছাত্রীরা ডেটা পায়। আবার ছাত্ররা যখন শিক্ষকের প্রশ্নের উত্তর দেয় তখন শিক্ষক চুপ করে শোনে, তখন ছাত্রদের কাছ থেকে ডেটা শুধু শিক্ষকের কাছে আসে , এটিই হাফ-ডুপ্লেক্স মোড। এক্ষেত্রে উভয়দিক থেকে একই সাথে ডেটা আদান প্রদান সম্ভব নয়।

ডেটা ট্রান্সমিশন মোড

 

ফুল-ডুপ্লেক্স মোড(Full-Duplex Mode) বা উভমুখী প্রবাহ:

যে পদ্ধতিতে ডেটা উভয় দিক থেকে একই সময়ে আদান-প্রদান করা যায়,তাকে ফুল-ডুপ্লেক্স মোড বলে। যেমন- ল্যান্ডফোন,মোবাইল ফোন ইত্যাদি।

 

সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডের পার্থক্য

  সিমপ্লেক্স মোড   হাফ-ডুপ্লেক্স মোড   ফুল-ডুপ্লেক্স মোড
     ১.ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায়।   ১.উভয়দিক থেকে ডেটা আদান-প্রদান করা যায় তবে একই সময়ে সম্ভব নয়।   ১.উভয়দিক থেকে একই সময়ে ডেটা আদান-প্রদান করা যায়।
   ২.কর্মক্ষমতা সবচেয়ে কম।   ২.কর্মক্ষমতা সিমপ্লেক্স এর চেয়ে বেশি কিন্তু ফুল-ডুপ্লেক্স এর চেয়ে কম।   ২.কর্মক্ষমতা সবচেয়ে বেশি।
  ৩.কতিপয় বিশেষায়িত কাজে ব্যবহার হয়।   ৩.ব্যবহার তুলনামূলক জটিল।   ৩.ব্যবহার তুলনামূলক সহজ।
  ৪.প্রেরক ডেটা পাঠাতে পারে কিন্তু প্রাপকের কাছ থেকে ডেটা গ্রহণ করতে পারে না।   ৪.প্রেরকের ডেটা পাঠানো সম্পন্ন হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে।   ৪.প্রেরক ও প্রাপক উভয়ই একইসাথে ডেটা পাঠাতে পারে।
  ৫.উদাহরণ- টেলিভিশন, রেডিও, মনিটর, কী-বোর্ড, পিএবিএক্স ইত্যাদি।   ৫.উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ক্লাসে পাঠদান ইত্যাদি।   ৫.উদাহরণ- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

 

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে প্রকারভেদ:

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়।যথা-
১.ইউনিকাস্ট মোড(Unicast Mode)
২.ব্রডকাস্ট মোড(Broadcast Mode)
৩.মাল্টিকাস্ট মোড(Multicast Mode)

ইউনিকাস্ট মোড(Unicast Mode):

যে ট্রান্সমিশন পদ্ধতিতে একটি নোড (কম্পিউটার,প্রিন্টার বা অন্য কোন যন্ত্রপাতি) থেকে কেবলমাত্র একটি নোডের মধ্যে সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স মোডে ডেটা প্রেরণ করা হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে।যেমন-ফ্যাক্স, টেলিফোন, মোবাইল ফোন, ওয়াকিটকি, একক এসএমএম ইত্যাদি। এটি ওয়ান টু ওয়ান বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসেবেও পরিচিত।

ডেটা ট্রান্সমিশন মোড

ব্রডকাস্ট মোড(Broadcast Mode):

যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোন প্রেরক নোড হতে ডেটা ট্রান্সমিট হলে ঐ নেটওয়ার্কভুক্ত সকল নোডই(প্রাপক) তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বলে।যেমন-টেলিভিশন ও রেডিও সম্প্রচার। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে।

ডেটা ট্রান্সমিশন মোড

মাল্টিকাস্ট মোড(Multicast Mode):

যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোন একটি নোড থেকে ডেটা প্রেরন করলে তা নেটওয়ার্কের অধিনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড বলে।যেমন-ভিডিও কনফারেন্স, গ্রুপ এসএমএস, ওয়াকিটকি ইত্যাদি। মাল্টিকাস্টে হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স হয়ে থাকে।

ডেটা ট্রান্সমিশন মোড

 

 

দ্বিতীয় অধ্যায় লেকচার-০৩: ডেটা ট্রান্সমিশন মেথড/পদ্ধতি।



Written by:

Habibur Rahman(Habib Sir)
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *