১.রোবটিক্স কী ?
উত্তরঃ প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন,গঠন,পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলে।
২.কৃত্তিম বুদ্ধিমত্তা কী ?
উত্তর: মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্তিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকেই কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।
৩.ই-কমার্স কী ?
উত্তর: ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে ইলেকট্রিক পদ্ধতিতে পন্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে ই-কমার্স বলে।
৪.টেলিমেডিসিন কী ?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগোলিক দুরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্নয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে সাস্থসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
৫.ক্রায়োসার্জারি কী ?
উত্তর: ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা খুব নিম্ন তাপমাত্রায় বা শীতলীকরনের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাবাভিক বা রোগাক্রান্ত কোষ বা টিস্যুকে ধ্বংস করে।
৬.ন্যানোটেকনোলজি কাকে বলে ?
উত্তর: ন্যানোমিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজিকেই ন্যানোটেকনোলজি বলে।
অথবা,পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলে।
৭.বিশ্বগ্রাম কী ?
উত্তর : বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলে।
অথবা,তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর যে পরিবেশে পৃথীবির সকল মানুষ দূরবর্তী স্থানে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করতে পারে তাকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলে।
অথবা,বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরকে সেবা প্রদান করে থাকে ।
৮. বায়োইনফরমেটিক্স কাকে বলে ?
উত্তর : জীব সংক্রান্ত সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমাধান করা হলে তখন তাকে বায়োইনফরমেটিক্স বলে।
৯. হ্যাকিং কী ?
উত্তর : সাধারনত অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোন কম্পিউটারকে তার নিজের নিয়ন্ত্রনে নিয়ে নেওয়াকেই হ্যাকিং বলে।
১০. বায়োমেট্রিক্স কী ?
উত্তর : মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের গঠন বা আচরনগত বৈশিষ্ঠের উপর ভিত্তি করে কোন নির্দিষ্ট ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে।
১১.রোবট কী ?
উত্তর : রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব যা মানুষের অনেক দুঃসাদ্য ও কঠিন কাজ করতে পারে।
১২. ভার্চুয়াল রিয়েলিটি কী ?
উত্তর :সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন ও অনুধাবন করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
অথবা,বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
১৩.আউটসোর্সিং কী ?
উত্তরঃ কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে আউটসোর্সিংবলে।
১৪.প্লেজিয়ারিজম কী ?
উত্তর :অন্যের লেখা, সাহিত্য, গবেষণালব্ধ তথ্য ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে।
অথবা,কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।
১৫.ফাজি লজিক কী ?
উত্তর :ফাজি লজিক হলো এক ধরনের লজিক যা সাধারণত সত্য ও মিথ্যা মানগুলোর চাইতে ও বেশি কিছু সনাক্ত করতে পারে।
১৬.স্মার্টহোম বা হোম অটোমেশন কী ?
উত্তর :স্মার্টহোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়।
১৭.দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং কী ?
উত্তর: ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তির সাহায্যে ঘরে বসে শিক্ষা দেওয়া ও নেওয়ার পদ্ধতিটাকে ই-লার্নিং বলে।
অথবা,ইলেকট্রনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাকে ই-লার্নিং বলে।
১৮. ব্লগ কী ?
উত্তর: ব্লগ হলো এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
১৯.জিপিএস কী ?
উত্তর:ভূপৃষ্ঠের যে কোন স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্নয় করার জন্য স্যাটেলাইট নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থাকে জিপিএস বা Global Positioning System বলে।
২০.ভিডিও কনফারেন্সিং কী ?
উত্তর: বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে অডিও বার্তায় কথা বলার পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহনকারী ব্যক্তিবর্গের পরস্পর সাক্ষাতের পদ্ধতিকে ভিডিও কনফারেন্সিং বলে।
২১.টেলিকনফারেন্সিং কী ?
উত্তরঃ বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি ব্যবহার করে সভা কার্যক্রম পরিচালনা করার কৌশলকে টেলিকনফারেন্সিংবলে।
২২.ই-মেইল কী ?
উত্তরঃ ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল । অর্থাৎ ইলেক্ট্রনিক যন্তপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল।
২৩.ই-বুক কী ?
উত্তরঃ প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ই-বুক বলে। যেটি কম্পিউটার বা অনুরূপ ডিভাইসে পাঠ করা যায়।
২৪.ফ্লাইট সিমুলেশন কী ?
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিশেষ কম্পিউটার সিস্টেমসমূহের মাধ্যমে পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্র্যাফ্ট ছাড়াই বিমান চালানোর প্রশিক্ষন দেওয়াকে ফ্লাইট সিমুলেশন বলে।
২৫.এক্সপার্ট সিস্টেম কী ?
উত্তরঃ এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্তিম দক্ষতা নিয়ে তৈরি।
২৬.অ্যাকচুয়েটর কী ?
উত্তরঃ অ্যাকচুয়েটর হলো এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে রোবটের হাত-পা নড়া চড়াচড়া করানোর কাজে ব্যবহৃত হয়।
২৭.ক্রায়োপ্রোব কী ?
উত্তরঃ ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে সুইঁয়ের মতো লম্বা যে যন্ত্রের সাহায্যে আক্রান্ত স্থানে তরল নাইট্রোজেন, কার্বন-ডাই অক্সাইড,আর্গন ও ডাইমিথাইল ইথার সরবরাহ করা হয় তাকে ক্রায়োপ্রোব বলে।
২৮.ডিএনএ কী ?
উত্তরঃ ডিএনএ এর পূর্নরূপ হলো ডি-অক্সিরাইবো-নিউক্লিক এসিড যা সকল জৈব বস্তুর অভ্যন্তরে বিদ্যমান সেলফ রেপ্লিকেটিং অনু এবং ক্রোমোজমের মূল একটি উপাদান।
২৯.ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কী ?
উত্তরঃ যে পদ্ধতিতে কোষের মধ্যে অবস্থিত DNA বিশ্লেষন করে কোন মানুষের একটি প্রোফাইল তৈরি করা হয় যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে সনাক্ত করতে ব্যবহুত হয় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে।
৩০.ন্যানোমিটার কী ?
উত্তরঃ ১ মিটারের ১০০ কোটি ভাগের একভাগকে ন্যানোমিটার বলে। ১ ন্যানোমিটার=১০-৯মিটার
৩১.স্প্যামিং কী ?
উত্তরঃ ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।
৩২.সাইবার ক্রাইম কী ?
উত্তরঃ ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে সাইবার ক্রাইম বলে।
৩৩.ইথিক্স বা নৈতিকতা কী ?
উত্তরঃ নৈতিকতা হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা যা মানুষের নিজের ভিতর ধারণ করে এবং এগুলো কারো সাংস্কৃতিক পরিমন্ডলের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়।
৩৪. ফিশিং কী ?
উত্তরঃ হ্যাকার কর্তৃক ব্যবহারকারীকে ফাঁদে ফেলে তার সকল ব্যক্তিগত তথ্য হ্যাক করে সর্বস্বান্ত করাকে ফিশিং বলে।
৩৫.হ্যাকার কী ?
উত্তরঃ যারা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করে তাদেরকে হ্যাকার বলে।
৩৬. রিকম্বিনেট ডিএনএ কী ?
উত্তরঃজেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে ডিএনএ স্থানান্তরিত করা হয় তাকে রিকম্বিনেট ডিএনএ বলে।
৩৭.স্পুফিং কী?
উত্তরঃ স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারনা করা, ধোঁকা দেওয়া। ভূয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেয়ার পদ্ধতিকে স্পুফিং বলে।
৩৮. ভিশিং(Vishing) কী?
উত্তরঃ মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।
৩৯. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তরঃ কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-কে জেনেটিক মডিফিকেশন (genetic modification/manipulation-GM) ও বলা হয়।
৪০. অফিস অটোমেশন কী?
উত্তরঃ তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমের (প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংরক্ষন, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে অভ্যন্তরীন ও বহিঃযোগাযোগ ইত্যাদি) বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।
৪১.ফ্রিল্যান্সিং কী?
উত্তরঃ কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে, স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।
৪২.যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তরঃডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। যেমনঃ টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি।
৪৩.তথ্য প্রযুক্তি কী?
উত্তরঃতথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরন, পরিবহন, বিতরন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি
৪৪.ডেটা বা উপাত্ত কী?
উত্তরঃসুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাউয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমুহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায়- তথ্যের ক্ষুদ্রতম একককে ডেটা বা উপাত্ত বলে।
৪৫.তথ্য কী?
উত্তরঃ ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। তথ্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে পুর্নাঙ্গ ধারণা পাওয়া যায়।
৪৬.স্যাটেলাইট কী ?
উত্তর:মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহকে স্যাটেলাইট বলে।
Written by:
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284