ICT BEACH ওয়েবসাইটটি একটি নন-প্রোফিট অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠান। এটি এইচএসসি –এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে ইন্টারনেটের মাধ্যমে সহজ করে জানার জন্য এবং প্রতিদিন বিভিন্ন টপিকের উপর আলোচনা, পড়াশোনা, প্রশ্নের উত্তর, সৃজনশীল প্রশ্নোত্তর, ভিডিও টিউটোরিয়াল, পরীক্ষার মাধ্যমে বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী তাদের ব্যবহৃত বিভিন্ন ধরণের ডিভাইস (যেমন, কম্পিউটার, লাপটপ, স্মার্টফোন ইত্যাদি) এর মাধ্যমে রেজিষ্টেশন করে হাবিব আইসিটি কেয়ার এর সকল সুবিধা বিনামূল্য পেতে পারে। আমরা সব সময় সর্বাত্মক চেষ্টা করি শিক্ষার্থীদেরকে তথ্য প্র্রযুক্তির সাথে রাখার জন্য। আমাদের এই সাইটটি যদি তাদের সামান্যতম উপকারে আসে, তবে আমাদের শ্রম সার্থক বলে মনে করি।
এই ওয়েবসাইটটি গঠিত হয়েছে ”ICT BEACH” এর মোঃ হাবিবুর রহমান হাবিব স্যারের অক্লান্ত পরিশ্রমে। আপনাদের একান্ত সাহায্য, সহযোগিতা, উৎসাহ, প্রেরণা-ই হাবিব আইসিটি কেয়ার এর আগামী দিনের পথচলাকে আরো সহজ ও সাবলীল করবে। আমরা আপনাদের কাছ থেকে সুপরামর্শ, সঠিক সমালোচনা, সুদৃষ্টি কামনা করি। আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ভূল তথ্য দেবার জন্য। কিন্তু যদি কোন প্রকারের ভুল/ত্রুটি ধরা পড়ে তবে তা সংশোধনের জন্য আমাদেরকে অবহিত করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
MD.Habibur Rahman
E-mail:contact@ictbeach.com
Ayesha Akter