চতুর্থ অধ্যায় : জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরসমূহ।

ওয়েব পোর্টাল

১. ওয়েবপেজ কী ?
উত্তর : ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েবপেজ বা ওয়েব ডকুমেন্ট বলে।

২. ওয়েবসাইট কী ?
উত্তর : একই ডোমেইন নেমের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

৩. www কী ?
উত্তর : পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নামকে WWW বলে। WWW এর পূর্ণরুপ হলো-World Wide Web ।

৪. ওয়েব পোর্টাল কী ?
উত্তর : ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েবপেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিংক সাজানো থাকে।

৫. হোমপেজ কী ?
উত্তর : কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমেই যে পেজ প্রদর্শিত/লোড হয় তাকে Homepage বলে।

৬. স্ট্যাটিক ওয়েবসাইট কী ?
উত্তর : যে সকল Website এ পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।

৭. ডাইনামিক ওয়েবসাইট কী ?
উত্তর : যে ওয়েবসাইট আপডেট তথ্য প্রদর্শন করে তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।

৮. লোকাল ওয়েবপেজ কী ?
উত্তর : স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষনকৃত ওয়েবপেজগুলোকে লোকাল ওয়েবপেজ বলে।

৯. রিমোট ওয়েবপেজ কী ?
উত্তর : দূরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষিত ওয়েবপেজগুলোকে রিমোট ওয়েবপেজ বলে।

১০. HTTP কী ?
উত্তর : যা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে HTTP বলে। HTTP এর পূর্ণরুপ-Hyper Text Transfer Protocol.

১১. FTP কী ?
উত্তর : FTP এর পূর্ণরুপ- File Transfer Protocol. যে প্রোটোকল(TCP/IP) দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয় তাকে FTP বলে।

১২. ক্লায়েন্ট কম্পিউটার কী ?
উত্তর : কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় সার্ভার থেকে যে কম্পিউটার তথ্য গ্রহণ করে তাকে ক্লায়েন্ট কম্পিউটার বলে।

১৩. সার্ভার কী ?
উত্তর :কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শক্তিশালী কম্পিউটার যেখানে ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটারকে/ক্লায়েন্টকে ডেটা সার্ভিস দিয়ে থাকেে ঐ সকল কেন্দ্রীয় কম্পিউটারকে সার্ভার বলে।

১৪. IP Address কী ?
উত্তর : ন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইট বা কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকে IP Address বলে।

১৫. URL কী ?
উত্তর : কোন ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়, ওয়েবসাইটের এই একক ঠিকানাকে URL বলে।

১৬. ওয়েব অ্যাড্রেস কী ?
উত্তর : ওয়েবসাইট ভিজিটের জন্য ব্রাউজারে যে ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয় তাকে ওয়েব অ্যাড্রেস বলে।

১৭. ওয়েব ব্রাউজিং কী ?
উত্তর : ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একসেস করাকে ওয়েব ব্রাউজিং বলে।

১৮. ব্রাউজার কী ?
উত্তর : যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, একসিস করা এবং উপস্থাপন করা যায় তাকে Web Browser বা ব্রাউজার বলে।

১৯. সার্চ ইঞ্জিন কী ?
উত্তর : ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোন তথ্য খুঁজে বের করার টুলকে Search Engine বলে।

২০. ডোমেইন নেম কী ?
উত্তর : আইপি অ্যাড্রেস সংখ্যা দ্বারা লিখিত হয় যা মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ক্যারেক্টার ফর্মের নাম দেওয়া হয়,এই নামকেই ডোমেইন নেইম বলা হয়।

২১. হোস্টিং কী ?
উত্তর : ওয়েবসাইট ডিজাইন করার পরে ডিজাইনকৃত ফাইলগুলো কোন সার্ভারে রাখাকে হোস্টিং বলে।

২২. ওয়েবসাইটের কাঠামো কী ?
উত্তর : যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে।

২৩. টপ লেভেল ডোমেইন কী ?
উত্তর : ওয়েব অ্যাড্রেসের (.) ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলে।

২৪. ইন্টারনেট কী ?
উত্তর : ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা।

২৫. আপলোড কী ?
উত্তর : নিজের কম্পিউটার হতে কোন ফাইল অন্যের কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলে।

২৬. ডাউনলোড কী ?
উত্তর : অন্যের কম্পিউটার বা সার্ভার হতে কোন ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।

২৭. ই-কমার্স ওয়েবসাইট কী ?
উত্তর : যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয়-বিক্রয় এবং মূল্য পরিশোধের ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলে।

২৮. ব্লগ ওয়েবসাইট কী ?
উত্তর : যখন কোন ব্যক্তি কোন নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে ব্লগ ওয়েবসাইট বলে।

২৯. নিউজ পোর্টাল কী ?
উত্তর : চলমান সংবাদ বিশ্বের যে কোন প্রান্তে প্রচার করার জন্য তৈরি ওয়েবসাইটকে নিউজ পোর্টাল বলে।

৩০. নেটওয়ার্ক কাঠামো কী ?
উত্তর : যে ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেজের মধ্যে একে অপরের সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে।

৩১. হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো কী ?
উত্তর : যে ওয়েবসাইটের হোম পেইজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েবপেজগুলো শাখা-প্রশাখায় সাজানো থাকে তাকে হায়ারারকিক্যাল বা ট্রি কাঠামো বলে।

৩২. লিনিয়ার কাঠামো কী ?
উত্তর : যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে তাকে লিনিয়ার বা সিকুয়েন্স কাঠামো বলে।

৩৩. হাইব্রিড কাঠামো কী ?
উত্তর : একাধিক কাঠামো ব্যবহার করে যদি ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো বলে।

৩৪. DNS সার্ভার কী ?
উত্তর : DNS Server এর পূর্ণরুপ-DOmain Name System Server. DNS Server ডোমেইন নেইম বা ওয়েব অ্যাড্রেসকে IP অ্যাড্রেসে রুপান্তর করে।

৩৫. SEO কী ?
উত্তর : ওযেবসাইট ডিজাইন করে সার্ভারে হোস্ট করার পরে আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে SEO বলে।

৩৬. ISP কী ?
উত্তর : যে সকল কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে ISP বলে।

৩৭. HTML কী ?
উত্তর : HTML হলো ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যার পূর্ণরুপ-Hyper Text Markup Language ।

৩৮. HTML সিনট্যাক্স কী ?
উত্তর : HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কী-ওয়ার্ডগুলো লেখার কিছু নিয়মনীতি আছে, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয় এগুলোকে HTML Syntax বলে।

৩৯. HTML Tag কী ?
উত্তর : উভয় পাশে অ্যাঙ্গেল ব্রাকেট (< >) এর মধ্যে লেখা নির্দিষ্ট কী-ওয়ার্ডকে (অক্ষর বা শব্দ) একত্রে ট্যাগ বলে।

৪০. কন্টেইনার ট্যাগ কী ?
উত্তর : যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে।

৪১. এম্পটি ট্যাগ কী ?
উত্তর : যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই তাকে এম্পটি ট্যাগ বলে।

৪২. HTML এলিমেন্ট কী ?
উত্তর : HTML ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ এবং উভয় ট্যাগের মাঝের অংশসহ সবকিছু হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট।

৪৩. অ্যাট্রিবিউট কী ?
উত্তর : যে কী-ওয়ার্ড এইচটিএমএল এলিমেন্ট এর কর্মক্ষমতা, কার্যকারিতা, সৌন্দর্য্য বৃদ্ধি তথা বৈশিষ্ট্য নির্ধারন করে তাকে অ্যাট্রিবিউট বলে।

৪৪. HTML লে-আউট কী ?
উত্তর : ওয়েবসাইটে বিভিন্ন উপাদানসমূহ কোনটি কোথায়, কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা ছককে লে-আউট বলে।

৪৫. Heading Tag কী ?
উত্তর : ওয়েবপেজের ডকুমেন্টগুলোর সুনির্দিষ্ট পরিচয় উপস্থাপন করার জন্য লেখার একটি শিরোনাম দেওয়া হয়, এই শিরোনামগুলোকে HTML-এ হেডিং বলে। আর এই হেডিং দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহৃত হয় তাকে হেডিং ট্যাগ বলে।

৪৬. ফরমেটিং কী ?
উত্তর : টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে একটি ওয়েব পেইজে ফুটিয়ে তোলার পদ্ধতিকে টেক্সট ফরমেটিং/ফরমেটিং বলে।

৪৭. HTML লিস্ট কী ?
উত্তর : ওয়েবপেজকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য লেখার অনেক আইটেমকে সংখ্যা, অক্ষর বা প্রতিক দিয়ে তালিকা আকারে প্রকাশ করাকে HTML লিস্ট বলে।

৪৮. < hr > ট্যাগ কী ?
উত্তর : ওয়েবপেজে  আনুভূমিক রেখা তৈরি করতে যে ট্যাগ ব্যবহৃত হয় সেটিই হলো < hr > ট্যাগ । এর পূর্ণরুপ Horizontal Ruler ।

৪৯. হাইপারলিংক কী ?
উত্তর : ওয়েবসাইটের বিভিন্ন ধরণের তথ্যাবলীর ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক(Hyperlink) বলে।

৫০. href এর পূর্ণরুপ কী ?
উত্তর : href এর পূর্ণরুপ-Hyperlink reference.

৫১. হাইপারলিংক সিনট্যাক্স কী ?
উত্তর : হাইপারলিংক সিনট্যাক্স হলো-  < a href=”url” > Link Text < /a >

৫২. ক্যাপশন কী ?
উত্তর : যা এইচটিএমএল টেবিলের পরিচিতিমূলক নাম বহন করে তাকে ক্যাপশন বলে ।

৫৩. টেবিল হেডিং কী ?
উত্তর : সাধারণত টেবিলের সারি/কলাম শিরোনামকে টেবিল হেডিং বলে।

৫৪. ইমেজ ট্যাগের সিনট্যাক্স কী ?
উত্তর : ইমেজ ট্যাগের সিনট্যাক্স হচ্ছে-  < img src=” url ” >

৫৫. ওয়েব ডিজাইন কী ?
উত্তর : ওয়েবপেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েবপেজের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। অর্থাৎ নির্দিষ্ট বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবপেজ প্রদর্শন এই তিনটি বিষয়ের সম্মিলিত রুপ।

৫৬. ওয়েব পাবলিশিং কী ?
উত্তর : কোন ওয়েবসাইট ডিজাইন করার পর হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করাকে ওয়েবসাইট পাবলিশিং বলে।

৫৭. ওয়েব সার্ভার কী ?
উত্তর : ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েবপেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে।

৫৮. প্রোটোকল কী ?
উত্তর : কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়মনীতিকে প্রোটোকল বলে।

৫৯. HTML Validator কী ?
উত্তর : HTML এ তৈরি করা পেজের সিনট্যাক্স বের করার কৌশলকে HTML Validator বলে।

৬০. ইন্টারন্যাল হাইপারলিংক কী ?
উত্তর : একই ওয়েবসাইটের একপেজের তথ্যের সাথে অন্য পেজের লিংক তৈরি করাকে ইন্টারন্যাল হাইপারলিংক বলে।

৬১. এক্সটারনাল হাইপারলিংক কী ?
উত্তর : পৃথক পৃথক সার্ভারে অবস্থিত একটি ওয়েবপেজের সাথে অন্য পেজের লিংক তৈরি করাকে এক্সটারনাল হাইপারলিংক বলে।

 

 

ডোমেইন নেম ও হোস্টিং এর মধ্যে পার্থক্য



Written by:

Habibur Rahman(Habib Sir)
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *