অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর প্রশ্নসমূহ :
১. চারটি ধনাত্নক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
২. দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৩. দুটি সংখ্যার গুনফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৪. দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৫.তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৬. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৭. ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a, b এবং c হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৮. ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য a এবং b হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৯. ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
১০. বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
১১. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
১২. সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রুপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
১৩. ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রুপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
নিচে ধারাবাহিক সমাধান দেওয়া হলো
১. চারটি ধনাত্নক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : ইনপুট হিসেবে A, B, C ও D এর চলকের মান গ্রহণ করি।
ধাপ-০৩ : S=A+B+C+D নির্নয় করি। [ এখানে, S=যোগফল ]
ধাপ-০৪ : S এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
২. দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : ইনপুট হিসেবে A ও B এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : S=A-B নির্নয় করি। [ এখানে, S=বিয়োগফল ]
ধাপ-০৪ : S এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৩. দুটি সংখ্যার গুনফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : ইনপুট হিসেবে A ও B এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : S=A×B নির্নয় করি। [ এখানে, S=গুণফল ]
ধাপ-০৪ : S এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৪. দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : ইনপুট হিসেবে A ও B এর মান গ্রহণ করি। যেখানে, A > B
ধাপ-০৩ : S=A/B নির্নয় করি। [ এখানে, S=ভাগফল ]
ধাপ-০৪ : S এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৫. তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : ইনপুট হিসেবে a, b ও c এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : Avg=(a+b+c)/3 নির্নয় করি। [ এখানে, Avg=গড় ]
ধাপ-০৪ : Avg এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
Note : Sum=a+b+c নির্ণয় করে প্রাপ্ত Sum কে 3 দ্বারা ভাগ করে ( Avg=Sum/3 ) গড় নির্ণয় করা যায়। এক্ষেত্রে ১টি ধাপ বৃদ্ধি পাবে।
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৬. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : b ও h এর মান গ্রহণ করি। [ এখানে, b=ভুমি এবং h=উচ্চতা ]
ধাপ-০৩ : Area=1/2×b×h নির্নয় করি।
ধাপ-০৪ : Area এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৭. ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a, b এবং c হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : a, b এবং c এর মান গ্রহণ করি। [ এখানে, a, b এবং c ত্রিভুজটির তিনটি বাহু ]
ধাপ-০৩ : s=(a+b+c)/2 নির্নয় করি। [ এখানে, s=অর্ধ-পরিসীমা ]
ধাপ-০৪ : Area=√s(s-a)(s-b)(s-c) নির্নয় করি।
ধাপ-০৫ : Area এর মান প্রিন্ট করি।
ধাপ-০৬ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৮. ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য a এবং b হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : a এবং b এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : Area=(b/4)√4a2-b2 নির্নয় করি।
ধাপ-০৪ : Area এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
৯. ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : a এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : Area=(√3/4)×a2 নির্নয় করি।
ধাপ-০৪ : Area এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
১০. বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : r এর মান গ্রহণ করি। [ এখানে, r=বৃত্তের ব্যাসার্ধ্য ]
ধাপ-০৩ : Area=πr2 নির্নয় করি।
ধাপ-০৪ : Area এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
১১. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : l ও b এর মান গ্রহণ করি। [ এখানে, l=দৈর্ঘ্য এবং b=প্রস্থ ]
ধাপ-০৩ : Area=l × b নির্নয় করি।
ধাপ-০৪ : Area এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
১২. সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রুপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : C এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : F=(C∗9)/5+32 নির্নয় করি।
ধাপ-০৪ : F এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
১৩. ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রুপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ।
অ্যালগরিদম :
ধাপ-০১ : প্রোগ্রাম শুরু করি।
ধাপ-০২ : F এর মান গ্রহণ করি।
ধাপ-০৩ : C=5∗(F-32)/9 নির্নয় করি।
ধাপ-০৪ : C এর মান প্রিন্ট করি।
ধাপ-০৫ : প্রোগ্রাম শেষ করি।
ফ্লোচার্ট :
সি প্রোগ্রাম দেখতে এখানে ক্লিক করুন
Written by:
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284
sir সৃজনশীলে যেভাবে প্রশ্ন করছে ওই গুলো বুঝতে পারিনা বাট যখন উত্তর দেখি তখন মনে হয় পারি