প্রথম অধ্যায় লেকচার-১২: দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যর বায়োমেট্রিক্স পদ্ধতিসমূহ।

আঙ্গুলের ছাপ(Finger print)

এটি ব্যক্তি সনাক্তকরণের জন্য সর্বাধিক পরিচিত এবং ব্যবহৃত বায়োমেট্রিক (Biometrics) পদ্ধতি। মানুষের আঙুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহন করার পর তা পূর্বে সংরক্ষিত আঙুলের ছাপের টেম্পলেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার কার্যকর পদ্ধতি হলো আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি।

আর,যে বায়োমেট্রিক্স (Biometrics) ডিভাইসে মানুষের আঙুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহন করার পর তা পূর্বে সংরক্ষিত আঙুলের ছাপের টেম্পলেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয় তাকে ফিঙ্গার প্রিন্ট রিডার বলে।

 

ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের সুবিধা

১. সঠিকতা (অ্যাকিউরিসি) অভ্যন্ত উচ্চমানের।
২. সবচেয়ে সস্তা, উন্নত ও সহজলভ্য বায়োমেট্রিক্স(Biometrics) ডিভাইস।
৩. সহজে ব্যবহারযোগ্য এবং এর ডেটাবেজ মেইনটেইনে অল্প মেমোরির প্রয়োজন হয়ে থাকে।

 

ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্সের অসুবিধা

১. হাতের আঙুলে ময়লা বা দাগ প্রভৃতি লাগার কারণে বায়োমেট্রিক্স ডিভাইসে সঠিক ফলাফল পেতে দেরি হতে পারে বা অকৃতকার্য হতে পারে। যেমন- শ্রমিকরা যেহেতু সবসময় হাতের কাজ করে তাই তাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স (Biometrics) সমস্যার সৃষ্টি করে।
২. বয়স বৃদ্ধি পেলে হাতের আঙুলের ছাপ পরিবর্তিত হয় বিধায় বিশেষ করে শিশুদের জন্য এই প্রযুক্তি কার্যকর নয়।

 

ফিঙ্গারপ্রিন্ট রিডারের ব্যবহার

১. বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল-কারখানা প্রভৃতি স্থানে উপস্থিতি নির্ণয়ে সর্বাধিকভাবে ব্যবহৃত হয়।
২. মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসে একসিস (প্রবেশ) এর ক্ষেত্রে বায়োমেট্রিক নিরাপত্তা হিসেবে ব্যবহৃত হয়।
৩. ব্যক্তির জাতীয় পরিচয় পত্র নিবন্ধনের ক্ষেত্রে।
৪.বর্ডার নিয়ন্ত্রনে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে।
৫.আদমশুমারির রিপোর্ট তৈরির ক্ষেত্রে।

 

ফেইস রিকগনিশন সিস্টেম (Facial Recognition System)

যে বায়োমেট্রিক্স (Biometrics) পদ্ধতিতে মানুষের মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয় তাকে ফেইস রিকগনিশন সিস্টেম বলে। এক্ষেত্রে কোন ব্যক্তির সরাসরি মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে তুলনা করা হয়। এ পদ্ধতিতে দুই চোখের মধ্যবর্তী দুরত্ব, নাকের দৈর্ঘ্য ও ব্যাস, চোয়ালের কৌনিক পরিমান ইত্যাদি পরিমাপের মাধ্যমে  ব্যক্তিকে সনাক্ত করা হয়।

 

 

ফেইস রিকগনিশন সিস্টেম যেভাবে কাজ করে

ফেইস রিকগনিশন পদ্ধতিতে একটি সাধারণ ডিজিটাল ক্যামেরার সামনে মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ালে এটি ঐ ব্যক্তির মুখের একটি ইমেজ নিয়ে তা সংযুক্ত কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটার কেবল ঐ মুখের কিছু নির্দিষ্ট বিষয় যেমন- চোখ, মুখ ও নাকের দূরত্ব, এদের অবস্থান ইত্যাদি ডেটা নিয়ে একটি নিউমেরিক কোড তৈরি করে। অতঃপর প্রাপ্ত নিউমেরিক ডেটাকে পূর্বে ঐ ব্যক্তির ফেস থেকে জেনারেট করা নিউমেরিক কোডের সাথে মিলিয়ে ব্যক্তিটিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে।

 

ফেইস রিকগনিশন বায়োমেটিক্সের সুবিধা

১. অনধিকার প্রবেশমূলক নয়।
২. তুলনামূলক সস্তা প্রযুক্তি।
৩. সহজে ব্যবহারযোগ্য।
৪. সঠিক ফলাফল পাওয়া যায়।

 

ফেইস রিকগনিশন বায়োমেট্রিক্সের অসুবিধা

১. মুখে আলোর প্রতিফলন ঘটলে অনেক সময় এ সিস্টেমটি মুখমন্ডল চিনতে পারে না।
২. চোখে সানগ্লাস পরা, এছাড়া টুপি, দাড়ি, লম্বা চুল, স্কার্ফ, মেকআপ ইত্যাদি থাকলে মুখমন্ডল চিনতে অসুবিধা দেখা দেয়।
৩. অভিন্ন যমজদের ক্ষেত্রে এ পদ্ধতি তেমন কার্যকর নয়।
৪. সময়ের সাথে সাথে মানুষের মুখের বৈশিষ্ট্যসমূহ পরিবর্তন হয় ফলে সনাক্ত করতে সমস্যা হয়।

 

ফেইস রিকগনিশনের ব্যবহার

১. অধিকাংশ পার্সোনাল ডিভাইসে (যেমন: স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব প্রভৃতি) এখন বিল্ট ইন ফেস ক্যামেরা থাকায় এই সমস্ত ডিভাইস অ্যাক্সেস বা অথেনটিকেশনে এখন ফেইস রিকগনিশন ব্যবহৃত হয়ে থাকে।
২. স্মার্ট অ্যাডভার্টাইজিং বয়স অনুযায়ী অ্যাড মার্কেটিং গ্রুপ নির্ধারণে ফেইস রিকগনিশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
৩. ডিজিটাল ডেটার নিরাপত্তা নিশ্চিতকরণে ফেইস রিকগনিশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
৪.কোন বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে পাহারা দেওয়ার কাজে ব্যবহৃত হয়।

 

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্স (Hand Geometry)

মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা রয়েছে। যে বায়োমেট্রিক্স (Biometrics) পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার ও গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় তাকে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম বলে।

 

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্সের সুবিধা

১. বিশেষ হার্ডওয়্যার ব্যবহৃত হয় বিধায় একে যে কোনো সিস্টেম বা ডিভাইসের সাথে সমন্বয় করা সম্ভব।
২. ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে এখানে যে ডেটাকে প্রসেস করা হয় তার পরিমাণ কম হওয়ায় এটি সহজেই স্মার্টকার্ডে ব্যবহৃত হতে পারে।
৩.হ্যান্ড জিওমেট্রির ব্যবহার অনেক সহজ।

 

হ্যান্ড জিওমেট্রি বায়োমেট্রিক্সের অসুবিধা

১. ইনস্টলেশন খরচ বেশি।
২. ডিভাইসের দাম তুলনামূলকভাবে বেশি
৩. বাত আক্রান্ত ব্যক্তির জন্য এই পদ্ধতি কার্যকর নয়।
৪. ফিংগার প্রিন্ট এর চেয়ে ফলাফলের সূক্ষ্মতা কম।

 

হ্যান্ড জিওমেট্রির ব্যবহার

১. বিভিন্ন পার্সোনাল আইডেন্টিফিকেশন কার্ড বা পার্সোনাল নম্বর জেনারেশনে যেখানে একাধিক বায়োমেট্রিক সিস্টেম সমন্বিত হয় সেসব ক্ষেত্রে হ্যান্ড জিওমেট্রি সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
২. বিভিন্ন দেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেমে অথেনটিকেশনে ব্যবহৃত হয়ে থাকে।
৩.বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পরিচয়পত্রে।

 

আইরিস ও রেটিনা স্ক্যান (Iris & Retina Scan)

মানুষের চোখের অক্ষিগোলকের সামনের উপরে অবস্থিত রঙিন পর্দাকে আইরিশ বলে। আইরিশ অবস্থান করে চোখের মণির চারপাশে যা দেখতে অনেকটা আংটির মতো। চোখের চারপার্শ্বে বেষ্টিত এই রঙিন বলয় বিশ্লেষণ ও পরীক্ষা করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্তকরন পদ্ধতিকে আইরিস স্ক্যান বলে।

আর,রেটিনা হলো চোখের মণির পিছনে অবস্থিত একটি আস্তরণ স্তর । মানুষের চোখের পেছনের অক্ষিপটের মাপ ও রক্তের লেয়ারের পরিমাণ বিশ্লেষণ ও পরিমাপ করে কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্তকরন পদ্ধতিকে রেটিনা স্ক্যান বলে। 

Retina

 

আইরিস ও রেটিনা স্ক্যান যেভাবে কাজ করে

আইরিস স্ক্যান বায়োমেট্রিক্স (Biometrics) পদ্ধতিতে কোনো ব্যক্তিকে তার মাথা ও চোখকে স্থির অবস্থায় ক্যামেরাসংযুক্ত একটি ডিভাইসের সম্মুখে স্থাপন করতে হয়। উক্ত ক্যামেরাটি চোখের দুটো ফটোগ্রাফ গ্রহণ করে যার মধ্যে একটি সাধারণ আলোতেও অদৃশ্য আলো তথা ইনফ্রারেড আলোতে গ্রহণ করা হয়। সাধারণ আলোর ফটোগ্রাফটি চোখের তারার দৃশ্যমান রঙিন অংশকে পরীক্ষা করতে ব্যবহৃত হয়।

অন্যদিকে ইনফ্রারেড আলোয় নেয়া ফটোগ্রাফটি চোখের তারার গাঢ় কালো অংশটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এই দুই ফটোগ্রাফকে কম্পিউটারে নেয়ার পর এর অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে ফেলা হয় এবং এখান থেকে প্রায় ২৪০টি অদ্বিতীয় বিন্দুকে শনাক্ত করা হয়। এগুলোকে একটি নিউমেরিক কোডে রূপান্তর করে তা আইরিস কোড হিসেবে এক্সট্যাক্ট করা হয়। অতঃপর পূর্বে সংরক্ষণ করা আইরিস কোডের সাথে তা ম্যাচিং করে কোনো অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়।

 

রেটিনা স্ক্যান পদ্ধতিটি এখন বাতিল প্রায়। এক্ষেত্রে চোখের মণির পশ্চাতে থাকা রেটিনাকে নির্দিষ্ট ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে স্ক্যান করা হয়। মানুষের চোখের রেটিনাতে থাকা ক্যাপিলারি ও স্নায়ুবিক কোষগুলোর জটিল গঠনকে এক্ষেত্রে বিশ্লেষণ করা হয়। এছাড়া বিভিন্ন লেয়ারের ক্যাপিলারিতে থাকা রঙের পরিমাণও এক্ষেত্রে বিবেচিত হয়ে থাকে। এ দুই উপাদান থেকে অদ্বিতীয় অংশগুলো চিহ্নিত ও ম্যাচিং করে রেটিনা স্ক্যান অদ্বিতীয়ভাবে যে কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারে।

 

আইরিস ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিক্সের সুবিধা

১. অত্যন্ত হাই অ্যাকিউরিস পাওয়া সম্ভব।
২. এই প্রত্যঙ্গগুলোকে সহজে নকল করা সম্ভব নয়।
৩. মৃত ব্যক্তির রেটিনা দ্রুত পচন ধরে বিধায় একে বায়োমেট্রিক্স (Biometrics) পদ্ধতিতে ব্যবহার করে অপরাধমূলক কাজ করা সম্ভব নয়।
৪. এটি মাত্র ৫ মিনিটেই ব্যক্তি শনাক্তকরণের কাজটি সম্পন্ন করতে পারে।

 

আইরিস ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিস্কের অসুবিধা

১. অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি।
২. প্রচুর মেমোরি প্রয়োজন হয়।
৩. অনধিকার প্রবেশমূলক প্রযুক্তি।
৪. চোখের জন্য কিছুটা ক্ষতিকর।

 

আইরিস ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিক্সের ব্যবহার

১. বিভিন্ন আন্তর্জাতিক সরকারি সংস্থা যেমন- এফবিআই, নাসাতে ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয়ে থাকে।
২. সম্প্রতি কারাগার, এটিএম বুথ প্রভৃতিতে ভেরিফিকেশনে এ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।
৩.মিলিটারিতে এ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।

 

ডি.এন.এ (DNA) রিকগনিশন সিস্টেম বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট

ডি.এন.এ এর পূর্ণরুপ হলো ডিওক্সিরাইবো নিউক্লিক এসিড যা কোষের নিউক্লিয়াসে অবস্থিত। প্রতিটি ব্যক্তির কোষস্থ ডিএনএ এর গঠন ও একক অদ্বিতীয়। মানুষের দেহের কোষে অবস্থিত ডিএনএ এর পার্থক্যের ভিত্তিতে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়। ”কোন মানুষের দেহের কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে একটি প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্তকরন পদ্ধতিকে ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলে।”

DNA

 

১৯৮৬ সালে ইংল্যান্ডের Leicester বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যালেক জেফ্রিস ফরেনসিক গবেষণায় এক অভূতপূর্ব পরিবর্তন আনলেন ডিএনএ প্রোফাইলিং আবিষ্কারের মাধ্যমে। ল্যাবরেটরিতে কাজ করার সময় তিনি একটি পরিবারের বিভিন্ন সদস্যের ডিএনএ  এর এক্স-রে ফ্লিমের মধ্যে মিল খুঁজে পান, যা তার ডিএনএ প্রোফাইলিং পদ্ধতি আবিষ্কারের মূল ভিত্তি। বর্তমানে এই পদ্ধতি National DNA Database এ ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত National Forensic DNA Profiling Laboratory  হলো বাংলাদেশের একমাত্র ডিএনএ টেস্ট করার প্রতিষ্ঠান।

DNA

 

ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যেভাবে কাজ করে

বিভিন্ন মানুষের ডিএনএ প্রোফাইলে ৯৯.৯৯% মিল থাকলেও এর ০.১% প্রত্যেক মানুষের জন্য ইউনিক। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে এর ০.১% স্বতন্ত্রতাই ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হয়ে থাকে।
ডিএনএ প্রোফাইলের মুখ্য উপাদান ডিএনএ প্রধানত কোনো অপরাধের স্থান (যেমন: খুনের স্থল, কোনো জায়গায় পড়ে থাকা রক্ত ইত্যাদি), মানবদেহের রক্ত, চুল, শুক্ররস, পরিহিত জামা-কাপড় থেকে সংগ্রহ করা যেতে পারে। অনেকদিন ধরে মাটির নিচে থাকা মানুষের মৃতদেহের কঙ্কাল থেকেও ডিএনএ সংগ্রহ করা যেতে পারে। মানুষের ক্ষেত্রে শ্বেত কণিকার বা শুক্ররসে, চুলের গোড়ায় অথবা অস্থিতে অবস্থিত কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে ডিএনএ প্রোফাইল করা হয়। সংগৃহীত ডিএনএ কে প্রধানত টেস্ট টিউবে সংগ্রহ করা হয় এবং একে সংরক্ষিত রাখার জন্য ঠান্ডা বা কম উষ্ণতায় রাখা হয়।

 

ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সুবিধা

১. পদ্ধতিগত ত্রুটি না থাকলে শনাক্তকরণে সফলতার পরিমাণ শতভাগ।
২. মানবদেহের যে কোনো প্রত্যঙ্গ বা জৈবিক উপাদান যা কোষ ধারণ করে সেখান থেকেই ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব।
৩. প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে সাহায্য করে।

 

ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের অসুবিধা

১. সহোদয় যমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়।
২. প্রোফাইলিং করার সময় সংকরায়ন ও প্রোবিং পদ্ধতির ত্রুটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ত্রুটির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
৩. পরীক্ষাগারের কর্মীদের কর্মদক্ষতা ও পারদর্শিতা এবং সতর্কতার অভাব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ফলের ওপর প্রভাব পড়ে।

 

 

ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার

১. অপরাধী শনাক্তকরণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হয় ।
২. পিতৃত্ব ও মাতৃত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়।
৩. বিকৃত শবদেহ শনাক্তকরণে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হয় ।
৪. চিকিৎসা বিজ্ঞানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হয় ।
৫. মানুষের বিবর্তনের সঠিক রাস্তা খোঁজা বা লুপ্তপ্রায় প্রাণীর বংশবৃদ্ধির জন্য জীনগত মিল রয়েছে এমন আত্মীয় খুঁজে বের করতে।

 

 

প্রথম অধ্যায় লেকচার-১৩: আচরণগত বৈশিষ্ঠ্যের বায়োমেট্রিক্স পদ্ধতির ব্যখ্যা।

প্রথম অধ্যায় লেকচার-১১: বায়োমেট্রিক্স (Biometrics) ১ম অংশ

 

 

 

Written by,

Habibur Rahman(Habib Sir)
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532, +8801913865284

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *