দ্বিতীয় অধ্যায় লেকচার-০১: ডেটা কমিউনিকেশনের ধারণা ও এর উপাদান।

Data Communication

ডেটা কমিউনিকেশন(Data Communication)

কোন ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান-প্রদান তথা বিনিময় বা স্থানান্তর করার প্রক্রিয়াকে Data Communication বলে।

ডেটা কমিউনিকেশন এর অন্যতম শর্ত কমিউনিকেটিং ডিভাইসগুলো অবশ্যই হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বয়ে গঠিত হতে হবে।

ডেটা কমিউনিকেশন দুটি অংশে কার্যকর হয়। যথা-
১.ডেটা প্রসেসিং:কম্পিউটারকে ডেটা প্রসেসিং ডিভাইস বলা হয়।
২.ডেটা ট্রান্সমিশন:কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌছানোর পদ্ধতি হলো ডেটা ট্রান্সমিশন সিস্টেম।

ডেটা ট্রান্সমিশন সিস্টেমের উপাদানগুলো হলো মডেম, ট্রান্সমিটার, সুইচ, রিসিভার ইত্যাদি।

ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানসমূহ:

ডেটা কমিউনিকেশন সিস্টেমে ৫ টি মৌলিক উপাদান বা অংশ রয়েছে। যথাঃData Communication
১। উৎস (Source)
২। প্রেরক (Transmitter)
৩। মাধ্যম (Medium)
৪। প্রাপক (Receiver)
৫। গন্তব্য (Destination)

উৎস (Source): যে ডিভাইস হতে ডেটাকে প্রেরনের উদ্দেশ্যে উৎপন্ন বা তৈরি করা হয় তাকে উৎস বলে।
যেমন-কম্পিউটার,টেলিফোন ইত্যাদি।

প্রেরক (Transmitter): উৎস থেকে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে প্রেরক বলে। যেমন-মডেম।

মাধ্যম (Medium): যার মধ্য দিয়ে বা যার মাধ্যমে ডেটা উৎস থেকে গন্তব্যে স্থানান্তরিত হয় তাকে মাধ্যম বলে। যেমন-অপটিক ফাইবার ক্যাবল,মাইক্রোওয়েভ,স্যাটেলাইট ইত্যাদি।

প্রাপক (Receiver): যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। প্রাপক হিসেবে মডেম ব্যবহুত হয়।

গন্তব্য (Destination): উৎস থেকে প্রেরিত ডেটা অবিকৃত অবস্থায় যে যন্ত্র বা কম্পিউটার গ্রহণ করে তাকে গন্তব্য বলে। যেমন-সার্ভার বা কম্পিউটার,টেলিফোন ইত্যাদি।

 

 

দ্বিতীয় অধ্যায় লেকচার-০২: ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ।

তৃতীয় অধ্যায় লেকচার-১৪: এনকোডার এবং ডিকোডার এর আলোচনা।

প্রথম অধ্যায় লেকচার-১২: দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যর বায়োমেট্রিক্স পদ্ধতিসমূহ।

তৃতীয় অধ্যায় লেকচার-০৭: সত্যক সারণী তৈরি এবং সারণী থেকে সমীকরণ নির্ণয়।

তৃতীয় অধ্যায় লেকচার-০৫: কোড (Code-BCD, ASCII, EBCDIC, Unicode)

তৃতীয় অধ্যায় লেকচার-০২: সংখ্যা পদ্ধতির রুপান্তর(Conversion of Number System)

প্রথম অধ্যায় লেকচার-৬: ই-কমার্স(E-Commerce or ecommerce) সম্পর্কে বিস্তারিত আলোচনা।

দ্বিতীয় অধ্যায় লেকচার-০৮:ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম (Bluetooth, Wi-Fi, Wi-MAX)

লেকচার-২: বিশ্বগ্রামের ধারণা,বিশ্বগ্রামের উপাদানসমূহ, বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধাসমূহ

চতুর্থ অধ্যায় লেকচার-০৭ : HTML Font ট্যাগের ব্যবহার ও ওয়েবপেজে বাংলা লেখার পদ্ধতি।

 

 

Written by:

Habibur Rahman(Habib Sir)
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *