ডি-মরগ্যানের উপপাদ্য
ইংরেজ গণিতবিদ ডি-মরগ্যান (De Morgan) বুলিয়ান অ্যালজেবরার ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন, তার নাম অনুসারে উপপাদ্য দুটিকে ডি-মরগ্যানের সূত্র বা উপপাদ্য বলে। ডি-মরগ্যানের উপপাদ্য দুটি হলো-
প্রথম উপপাদ্য : যে কোন সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুনের সমান। n সংখ্যক চলকের জন্য প্রথম উপপাদ্য-
দ্বিতীয় উপপাদ্য : যে কোন সংখ্যক চলকের যৌক্তিকগুনের কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। n সংখ্যক চলকের জন্য দ্বিতীয় উপপাদ্য-
A ও B দুটি চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য দুটি :
প্রথম উপপাদ্য : A ও B দুটি চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট চলক দুটির কমপ্লিমেন্টের যৌক্তিক গুনের সমান।
A ও B দুটি চলকের জন্য প্রথম উপপাদ্য- A+B=A . B
দ্বিতীয় উপপাদ্য : A ও B দুটি চলকের যৌক্তিক গুনের কমপ্লিমেন্ট চলক দুটির কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান।
A ও B দুটি চলকের জন্য দ্বিতীয় উপপাদ্য- A . B=A + B
A, B ও C তিনটি চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য দুটি :
প্রথম উপপাদ্য : A ,B ও C তিনটি চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট চলক তিনটির কমপ্লিমেন্টের যৌক্তিক গুনের সমান।
A ,B ও C তিনটি চলকের জন্য প্রথম উপপাদ্য- A+B+C=A . B . C
দ্বিতীয় উপপাদ্য : A ,B ও C তিনটি চলকের যৌক্তিক গুনের কমপ্লিমেন্ট চলক তিনটির কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান।
A ,B ও C তিনটি চলকের জন্য দ্বিতীয় উপপাদ্য- A . B . C=A + B + C
A ও B দুটি চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য দুটির প্রমাণ :
A ও B দুটি চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য দুটির প্রমাণ সত্যক সারণীর সাহায্যে দেখানো হলো-
- A+B=A . B
- A . B=A + B
উপরের সারণীতে ৬ ও ৭ নং কলামের সাহায্যে প্রথম উপপাদ্য এবং ৯ ও ১০ নং কলামের সাহায্যে দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত হলো।
A ,B ও C তিনটি চলকের ক্ষেত্রে ডি-মরগ্যানের উপপাদ্য দুটির প্রমাণ :
A ও B দুটি চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য দুটির প্রমাণ সত্যক সারণীর সাহায্যে দেখানো হলো-
- A+B+C=A . B . C
- A . B . C=A + B + C
উপরের সারণীতে ৮ ও ৯ নং কলামের সাহায্যে প্রথম উপপাদ্য এবং ১১ ও ১২ নং কলামের সাহায্যে দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত হলো।
তৃতীয় অধ্যায় লেকচার-০৬: বুলিয়ান অ্যালজেবরা ও বুলিয়ান উপপাদ্য।
Written by:
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284
Good answer