ডোমেইন নেম ও হোস্টিং এর মধ্যে পার্থক্য

Domain Hosting

চতুর্থ অধ্যায় লেকচার-১১: হাইপারলিংক (Hyperlink) ।

 

Domain Name ও Hosting এর মধ্যে পার্থক্য

ডোমেইন নেম(Domain Name) ওয়েব হোস্টিং(Hosting)
 ১. প্রতিটি ওয়েবসাইটের নামই হলো ডোমেইন নেইম।  ১. ডিজাইনকৃত ওয়েবপেজ বা ওয়েবসাইট কোন
সার্ভারে রাখাকে হোস্টিং বলে।
 ২. একই নামে একাধিক ডোমেইন নেম থাকতে পারে না।  ২. একটি ওয়েব সার্ভারে একাধিক সাইট হোস্ট করা যায়।
 ৩. ডোমেইন নেম রেজিঃ করলে বছরে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়।  ৩. যতটুকু স্পেস প্রয়োজন তার উপর ভিত্তি করে ভাড়া দিতে হয়।
 ৪.ডোমেইনের ক্ষেত্রে নির্ধারিত নাম, টপ লেভেল ডোমেইন, কান্ট্রি ডোমেইন ইত্যাদি বিষয় লক্ষ রাখতে হয়।  ৪.হোস্টিং এর ক্ষেত্রে মেমোরি স্পেস, ব্যান্ডউইথ, নিরাপত্তা, আপটাইম ইত্যাদি লক্ষ রাখতে হয়।
 ৫. ICANN কতৃক ডোমেইন নিয়ন্ত্রিত হয়।  ৫. বিভিন্ন কোম্পানি দ্বারা তাদের সার্ভারে হোস্টিং ব্যবস্থাপনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *