চতুর্থ অধ্যায় লেকচার-১১: হাইপারলিংক (Hyperlink) ।
Domain Name ও Hosting এর মধ্যে পার্থক্য
ডোমেইন নেম(Domain Name) | ওয়েব হোস্টিং(Hosting) |
১. প্রতিটি ওয়েবসাইটের নামই হলো ডোমেইন নেইম। | ১. ডিজাইনকৃত ওয়েবপেজ বা ওয়েবসাইট কোন সার্ভারে রাখাকে হোস্টিং বলে। |
২. একই নামে একাধিক ডোমেইন নেম থাকতে পারে না। | ২. একটি ওয়েব সার্ভারে একাধিক সাইট হোস্ট করা যায়। |
৩. ডোমেইন নেম রেজিঃ করলে বছরে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়। | ৩. যতটুকু স্পেস প্রয়োজন তার উপর ভিত্তি করে ভাড়া দিতে হয়। |
৪.ডোমেইনের ক্ষেত্রে নির্ধারিত নাম, টপ লেভেল ডোমেইন, কান্ট্রি ডোমেইন ইত্যাদি বিষয় লক্ষ রাখতে হয়। | ৪.হোস্টিং এর ক্ষেত্রে মেমোরি স্পেস, ব্যান্ডউইথ, নিরাপত্তা, আপটাইম ইত্যাদি লক্ষ রাখতে হয়। |
৫. ICANN কতৃক ডোমেইন নিয়ন্ত্রিত হয়। | ৫. বিভিন্ন কোম্পানি দ্বারা তাদের সার্ভারে হোস্টিং ব্যবস্থাপনা করা হয়। |