চতুর্থ অধ্যায় লেকচার-০১: ওয়েবসাইট(Website) ও এর প্রকারভেদ।

Dynamic Website

ওয়েবপেজ(Webpage)/ওয়েব ডকুমেন্ট

ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েবপেজ বা ওয়েব ডকুমেন্ট বলে। একটি ওয়েবপেজের উপাদান হলো ওয়েবপেজের বিভিন্ন তথ্য যেমন- টেক্সট বা লেখা, গ্রাফিক্স, অডিও-ভিডিও, বিভিন্ন লিংক ও ডেটাবেজ ফাইল ইত্যাদি সরাসরি বা লিংক আকারে সংযুক্ত থাকে।

ওয়েবপেজের প্রকারভেদ :

অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেজ ২ প্রকার। যথা-
১. লোকাল ওয়েবপেজ : স্থানীয়ভাবে ডিজাইন ও সংরক্ষনকৃত ওয়েবপেজগুলোকে লোকাল ওয়েবপেজ বলে। এগুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায় এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্রাউজ করা যায়।
২. রিমোট ওয়েবপেজ: দূরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষিত ওয়েবপেজগুলোকে রিমোট ওয়েবপেজ বলে। এ ধরনের ওয়েবপেজ ব্রাউজ করার জন্য ইন্টারনেট সংযোগ ও URL অ্যাড্রেস জানার প্রয়োজন হয়।

ওয়েবসাইট(Website)

একই ডোমেইন নেমের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। যেমন-www.habibictcare.com একটি ওয়েবসাইট যেখানে অনেক ওয়েবপেজ আছে।

ওয়েবসাইট(Website) এর প্রকারভেদ

গঠন ও বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট ২ প্রকার। যথা-
১. স্ট্যাটিক ওয়েবসাইট(Static Website)
২. ডাইনামিক ওয়েবসাইট(Dynamic Website)

স্ট্যাটিক ওয়েবসাইট(Static Website)
যে সকল Website এ পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML ভাষা দিয়ে তৈরি করা যায়।

স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য :

  • কন্টেন্ট নির্দিষ্ট থাকে ফলে দ্রুত লোড হয়।
  • ব্যবহারকারী তথ্য প্রদান ও আপডেট করতে পারে না।
  • কোন প্রকার ডেটাবেজের সাথে সংযোগ থাকে না।
  • কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়।
  • সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়।

স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা :

  • রক্ষণাবেক্ষন ও উন্নয়ন খরচ কম।
  • তুলনামূলক বেশি নিরাপদ।
  • সহজেই নিয়ন্ত্রন করা যায়।
  • দ্রুত লোডিং হয়।
  • সহজেই ওয়েবপেজের লে-আউট তৈরি করা যায়।
  • ইন্টারনেট গতি কম হলেও সহজেই ডাউনলোড করা যায়।
  • শুধুমাত্র HTML ও CSS ভাষা ব্যবহার করে তৈরি করা যায়।
  • দ্রুততা, দক্ষতা ও নিরাপত্তার সাথে কন্টেন্ট সরবরাহ করা যায়।

স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা :

  • কন্টেন্ট আপলোড করতে সময় বেশি লাগে।
  • রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না।
  • ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না।
  • মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ।
  • ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে নিয়ন্ত্রন করা কঠিন হয়ে যায়।

ডাইনামিক ওয়েবসাইট(Dynamic Website)
যে ওয়েবসাইট আপডেট তথ্য প্রদর্শন করে তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয় এবং ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায়। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে HTML ও CSS সহ Javascript, PHP, .Net, ASP, JSP ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়।

ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য/সুবিধা :

  • রান টাইমে কন্টেন্ট পরিবর্তন করা যায়।
  • আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ লে-আউট তৈরি করা যায়।
  • ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়।
  • আকার বৃদ্ধি পেলেও কন্টেন্ট নিয়ন্ত্রন করতে অসুবিধা হয় না ।
  • মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা যায়।
  • ই-কমার্স সুবিধা বেশি।
  • অনেক বেশি তথ্যবহুল হয়।
  • ডেটাবেজ ব্যবহৃত হওয়ায় কুয়েরি করে তথ্য বের করা যায়।
  • তথ্য দ্রুত আপলোড করা যায়।
  • ব্যবহারকারী তথ্য প্রদান ও আপডেট করতে পারে।

ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা :

  • খরচ অনেক বেশি।
  • দক্ষ জনবল প্রয়োজন হয়।
  • ডাইনামিক কন্টেন্ট তৈরি ও ডেটাবেজ ব্যবহৃত হওয়ায় লোড হতে বেশি সময় লাগে।
  • উন্নয়ন ও নিয়ন্ত্রন করা তুলনামূলক জটিল।
  • তুলনামূলক কম নিরাপদ।

 

স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য

স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট
 ১. আপডেট তথ্য প্রদর্শন করে না।  ১.আপডেট তথ্য প্রদর্শন করে।
 ২.রান টাইমে কন্টেন্ট পরিবর্তন করা যায় না।  ২.রান টাইমে কন্টেন্ট পরিবর্তন করা যায়।
 ৩.ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না।  ৩.ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়।
 ৪.তুলনামূলক বেশি নিরাপদ।  ৪.তুলনামূলক কম নিরাপদ।
 ৫.ডেটার মান ওয়েবপেজপ্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না।  ৫.ডেটার মান ওয়েবপেজপ্রদর্শন করার পর পরিবর্তন করা যায়।
 ৬.শুধুমাত্র HTML ও CSS ভাষা ব্যবহার করে তৈরি করা যায়।  ৬.HTML ও CSS সহ Javascript, PHP, .Net, ASP, JSP
ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়।
 ৭.কন্টেন্ট আপলোড করতে সময় বেশি লাগে।  ৭.কন্টেন্ট আপলোড করতে সময় কম লাগে।
 ৮.ডেটাবেজ সংযোগ থাকে না।  ৮.ডেটাবেজ ব্যবহৃত হয়।
 ৯.খরচ কম।  ৯.খরচ বেশি।
 ১০.উন্নয়ন ও নিয়ন্ত্রন করা সহজ।  ১০.উন্নয়ন ও নিয়ন্ত্রন করা তুলনামূলক জটিল।

 

ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইট এর প্রকারভেদ :

  • E-Commerce Website: যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয়-বিক্রয় এবং মূল্য পরিশোধের ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলে। যেমন-amazon.com, daraz.com.bd ইত্যাদি।
  • News Portal (নিউজ ওয়েবসাইট) : চলমান সংবাদ বিশ্বের যে কোন প্রান্তে প্রচার করার জন্য তৈরি ওয়েবসাইটকে নিউজ পোর্টাল বলে। যেমন-prothomalo.com, bbc.com, thedailysunnah.com ইত্যাদি।
  • Blog Website: যখন কোন ব্যক্তি কোন নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে ব্লগ ওয়েবসাইট বলে।
  • সামাজিক যোগাযোগ ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইট সামাজিক যোগাযোগের উদ্দেশ্যে তৈরি করা হয় সে সকল ওয়েবসাইটকে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট বলে। যেমন-www.facebook.com, www.twitter.com ইত্যাদি।
  • Business Website : ব্যবসায়িক প্রচার-প্রসার ও সেবাদানের উদ্দেশ্যে যে সকল ওয়েবসাইট তৈরি করা হয় সে সকল ওয়েবসাইটকে বিজনেস ওয়েবসাইট বলে। যেমন-www.grameenphone.com, www.rfl.com.bd ইত্যাদি।

 

ওয়েবসাইট (Website) এর সুবিধা:

  • ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোন স্থান থেকে সবসময় দেখতে পারে।
  • ওয়েবসাইটে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায়।
  • ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়।
  • ঘরে বসে বাস, ট্রেন ও প্লেনের টিকিট কাটা যায়।
  • হসপিটাল ও হোটেলে রুম বুকিং দেওয়া যায়।
  • ঘরে বসে কোন প্রতিষ্ঠানে না গিয়েও প্রয়োজনীয় ফর্ম পূরণ করা যায়।
  • ই-কমার্স সাইটের মাধ্যমে ঘরে বসে বেচা-কেনা করা যায়।
  • প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়।
  • যে কোন প্রয়োজনীয় তথ্য খুব সহজে জানা যায়।
  • সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে বিশ্বের মানুষের সাথে বন্ধুত্ব ও মতবিনিময় করা যায়।
  • ঘরে বসে কোন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়।
  • ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে অনেক সময় সাশ্রয় হয়।

 

একটি ওয়েবসাইট খুলতে যা যা প্রয়োজন:
একটি ওয়েবসাইট তৈরি করতে নিচের চারটি ধাপ অতিক্রম করতে হয়। যথা-

১.প্রথমে ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে হবে।
২. ওয়েবসাইটের পেজগুলো ডিজাইন করতে হবে।
৩.ওয়েবসাইটটি সার্ভারে হোস্ট করতে হবে।
৪.ওয়েবসাইটটি বেশি প্রচারমুখী করার জন্য করতে SEO হবে।

 

পাঠ মূল্যায়ন :

জ্ঞানমূলক প্রশ্নসমূহ :

  • ১. ওয়েবপেজ কি ?
  • ২. ওয়েবসাইট কাকে বলে ?
  • ৩. লোকাল ওয়েবপেজ কাকে বলে ?
  • ৪. রিমোট ওয়েবপেজ কাকে বলে ?
  • ৫. স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে ?
  • ৬. ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে ?
  • ৭. E-Commerce Website কী ?
  • ৮. News Portal কী ?
  • ৯. Blog Website কী ?
  • ১০. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট কী ?
  • ১১. Business Website ?

Click Here for Answer

 

অনুধাবনমূলক প্রশ্নসমূহ :

  • ১. ”ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয়” ব্যাখ্যা কর।
  • ২. “প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট”-ব্যাখ্যা কর।
  • ৩. ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় আকর্ষণীয়/বেশি সুবিধাজনক-ব্যাখ্যা কর।
  • ৪. স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লেখ।
  • ৫. কোন ধরনের ওয়েবসাইটের চাহিদা বেশি ব্যাখ্যা কর।

 

সৃজনশীল প্রশ্নসমূহ :

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

“X” নামক প্রতিষ্ঠানের হোম পেজটি নিম্নরুপ :

সাইটটি তৈরির জন্য দুইজন ওয়েব ডিজাইনারের পরামর্শ গ্রহণ করা হয়। ১ম ওয়েব ডিজাইনার সাইটটি HTML এবং CSS এর মাধ্যমে তৈরির পরামর্শ দেয় এবং ২য় ডিজাইনার সাইটটি HTML এবং PHP দিয়ে তৈরির পরামর্শ দেয়।

ঘ. উদ্দীপকের ১ম ও ২য় ওয়েব ডিজাইনারের পরামর্শের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা বিশ্লেষণ কর।

 

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

আলোর সোপান বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ওয়েব সাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে “Campus JPG” নামক একটি ছবি, Informanon Technology Physical Science   এবং Biological Science শাখাগুলির ক্রমানুবর্তী তালিকা এবং “Notice Board” নামক একটি লিংক থাকবে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মের তিনজন বিশেষজ্ঞকে ডাকলেন। বিশেষজ্ঞ দল দুই ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে।

ঘ. বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে কোনটি আলোর সোপান বিদ্যালয়ের জন্য উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

 

৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য বলা হলো। প্রথম গ্রুপ HTML, CSS ইত্যাদি ব্যবহার করে ওয়েবসাইটটি প্রস্তুত করে। দ্বিতীয় গ্রুপ CSS Mysql, php ইত্যাদি ব্যবহার করে তাদের ওয়েবসাইট তৈরি করে। বিচারকমন্ডলী ২য় গ্রুপের ওয়েবসাইটটি কলেজের জন্য পছন্দ করেন।  ICT শিক্ষক কলেজের ওয়েবসাইটটির হোম পেজের Ministry of education লেখাটির সাথে www.moedu.gov.bd ওয়েব অ্যাড্রেসটি যুক্ত করেন।

ঘ. বিচারকরা কোন প্রযুক্তিকতায় ২য় গ্রুপের ওয়েবসাইটটি পছন্দ করেন? ব্যাখ্যা কর।

 

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

সদরপুর কলেজের ওয়েবসাইটে অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীর ছবি ছাড়া তালিকা দেয়া আছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক অধ্যক্ষ মহোদয় ছবিসহ ওয়েবসাইট পাবলিশ করার জন্য ICT শিক্ষককে বললে, তিনি জানালেন বর্তমান অবস্থায় কলেজের ওয়েবসাইটে ছবি আপলোড করা সম্ভব নয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় ICT শিক্ষককে বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার জন্য নির্দেশ দিলেন।

গ. উদ্দীপকের আলোকে কলেজের ওয়েবসাইটটির বর্তমান অবস্থা বর্ণনা কর।
ঘ. সমস্যা সমাধানে বিশেষজ্ঞের মতামত কীরূপ হতে পারে- পরামর্শ দাও।

 

বহুনির্বাচনী প্রশ্নসমূহ :

১. গঠন ও বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার ?

ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ২ প্রকার
ঘ) ৫ প্রকার

২. ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ধরনের ওয়েবসাইটের ?

ক) স্ট্যাটিক ওয়েবসাইট
খ) লোকাল ওয়েবসাইট
গ) রিমোট ওয়েবসাইট
ঘ) ডাইনামিক ওয়েবসাইট

৩. ডাইনামিক ওয়েবসাইট এর ক্ষেত্রে –

i) খরচ অনেক বেশি
ii) দ্রুত লোডিং হয়
iii) ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়
ক) i ও ii  খ) i ও iii  গ) ii ও iii  ঘ) i, ii ও iii

৪. ওয়েবপেজের কন্টেন্ট হিসেবে থাকে ?

i) অ্যানিমেশন
ii) লেখা বা টেক্সট
iii) অডিও-ভিডিও
ক) i ও ii  খ) i ও iii  গ) ii ও iii  ঘ) i, ii ও iii

৫. স্ট্যাটিক ওয়েবসাইট এর ক্ষেত্রে –

i) ডেটাবেজ সংযোগ থাকে না
ii) দ্রুত লোডিং হয়
iii) ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়
ক) i ও ii  খ) i ও iii  গ) ii ও iii  ঘ) i, ii ও iii

 

তৃতীয় অধ্যায় লেকচার-০৫: কোড (Code-BCD, ASCII, EBCDIC, Unicode)

 



Written by:

Habibur Rahman(Habib Sir)
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284

2 Comments.

  1. স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার নোটগুলো খুবই সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *