প্রিয় একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
স্নেহ ও ভালোবাসা নিও। তোমরা নিশ্চয়ই জানো যে, HSC পাঠ্যসূচির ICT বিষয়টি অন্যান্য বিষয়ের তুলনায় কিছুটা ব্যতিক্রমী। এই বইয়ের কিছু অধ্যায়ে অনেক Topic-ই আছে যেগুলো BUET-এর কোন কোন Department-এ ১ম বর্ষে, আবার কোন কোন Department-এ সেটা ২য় বা ৩য় বর্ষেও পড়ানো হয়! অনেকে এই ভেবে আতঙ্কিত হতে পার, “যে সকল Topic BUET-এ পড়ায়, সেগুলো তোমরা আয়ত্ব করতে পারবে কিনা”। আবার অনেকে ভাবছো যে, ICT সাবজেক্টটা যেহেতু কিছুটা ব্যতিক্রমী তাই এই সাবজেক্টে সুষম প্রিপারেশন নিশ্চিত করতে পারলে মন্দ হতো না। শুনো, ভয় এবং উদ্বিগ্নতার কিছুই নেই; তোমাদের এসকল বিষয় চিন্তা করেই “Habib ICT Care”- এর আয়োজন “HSC-ICT ফুল কোর্স ২০২১” অনলাইন প্রোগ্রাম। যেখানে একাদশ-দ্বাদশ শ্রেণির ICT এর সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে এই অনলাইন প্রোগ্রামে রাখা হয়েছে বাংলা ও ইংরেজি ভার্সনের আলাদা ব্যাচ, Zoom App এর মাধ্যমে সপ্তাহে ৩ দিন Live Class, Weekly Live Exam, কোর্স শেষে মূল্যায়ন পরীক্ষা সহ অনন্য সব সেবা।
★ কোর্স ফি: ১০০০/- (এক হাজার) টাকা। Online Payment এর মাধ্যমে পেমেন্ট করে ভর্তি হতে হবে।
অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি:
Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার জন্য অনুরোধ করা হল।
Live Class & Exam দিতে www.bd-school.com এই ওয়েবসাইটে গিয়ে ONLINE CLASS & EXAM মেন্যুতে ক্লিক করো। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে BD SCHOOL এর একাদশ-দ্বাদশ শ্রেণির ICT ফুল কোর্স প্রোগ্রামে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো।
DailyLiveExam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী সকাল
১০:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam-এ একবারই অংশগ্রহণ করতে পারবে। তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam এ একাধিকবার অংশগ্রহণ করতে পারবে।WeeklyLiveExam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী
সকাল ১০:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত চলবে।