জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১.প্রশ্ন: Bluetooth কী ?
উত্তর: স্বল্প দূরত্বের ভিতরে বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তিই হলো ব্লুটুথ।
২.প্রশ্ন:ডেটা ট্রান্সমিশন মোড কী ?
উত্তর: ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে।
৩.প্রশ্ন:রোমিং কী ?
উত্তর: যে মোবাইল ফোন ব্যবহার হয় সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পওয়াকে রোমিং বলে।
৪.প্রশ্ন:পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী ?
উত্তর: পৃথক সার্ভার কম্পিউটার ব্যতিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে।
৫.প্রশ্ন:ক্লাউড কম্পিউটিং কী ?
উত্তর: ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা যেমন-বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার, কম্পিউটিং সেবা, সার্ভার, ডেটা স্টোরেজ, সফটওয়্যার প্রভৃতি ভোগ করার বিশেষ পরিসেবাকে ক্লাউড কম্পিউটিং বলে।
৬.প্রশ্ন:ইনফ্রারেড কী ?
উত্তর: 300GHz থেকে 430THz পর্যন্ত ফ্রিকুয়েন্সিকে ইনফ্রারেড বলে।
৭.প্রশ্ন:ডেটা কমিউনিকেশন কী ?
উত্তর: কোন ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান-প্রদান তথা বিনিময় বা স্থানান্তর করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে।
৮.প্রশ্ন:রাউটার কী ?
উত্তর: যে বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইসটি একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে তাকে রাউটার বলে।
৯.প্রশ্ন:মডুলেশন কী ?
উত্তর: ডিজিটাল সিগন্যালকে এনালগে পরিবর্তন করার প্রক্রিয়াকে মডুলেশন বলে।
১০.প্রশ্ন:সিনক্রোনাস ট্রান্সমিশন কী ?
উত্তর: যে পদ্ধতিতে ডেটা প্রেরক কম্পিউটার হতে গ্রাহক কম্পিউটারে ব্লক(প্রতিটি ব্লকে ৮০ থেকে ১৩২ ক্যারেক্টার) আকারে ট্রান্সমিট হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
১১.প্রশ্ন:NIC কী ?
উত্তর: NIC এর পূর্ণরুপ হচ্ছে Network interface Card । কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে প্লাগ-ইন কার্ড ব্যবহার করা হয় সেটিকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক এডাপ্টার বলে।
১২.প্রশ্ন:টপোলজি কী ?
উত্তর: একটি নেওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন-ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলে।
১৩.প্রশ্ন:সুইচ কী ?
উত্তর: সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে।
১৪.প্রশ্ন:হটস্পট কী ?
উত্তর: পরস্পর সংযুক্ত ইন্টারনেট প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে হটস্পট বলে
১৫.প্রশ্ন:কম্পিউটার নেটওয়ার্কিং কী ?
উত্তর: ডেটা কমিউনিকেশনের জন্য দুই বা তথোধিক ডিভাইস বা কম্পিউটারকে পরস্পর সংযুক্ত করার পদ্ধতিকে কম্পিউটার নেটওয়ার্কিং বলে।
১৬.প্রশ্ন:গেটওয়ে কী ?
উত্তর: যে নেটওয়ার্ক ডিভাইস ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে (LAN,MAN,WAN) সংযুক্ত করে WAN তৈরি করে তাকে গেটওয়ে বলে।
১৭.প্রশ্ন:মডেম কী ?
উত্তর: যে যন্ত্র বা ডিভাইস মডুলেশন ও ডিমডুলেশন পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে তথ্য আদান-প্রদান করে তাকে মডেম(Modem) বলে।
১৮.প্রশ্ন:ব্রডব্যান্ড কী ?
উত্তর: উচ্চগতি সম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারনত সর্বনিম্ন 1Mbps থেকে সর্বোচ্চ কয়েক Gbps পর্যন্ত হয়ে থাকে,তাকে ব্রড ব্যান্ড বলে।
১৯.প্রশ্ন:নেটওয়ার্ক প্রোটোকল কী ?
উত্তর: দুটি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় যে নিয়মনীতি পালন করা হয়,যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন ও সমন্বয় করে তাকে নেটওয়ার্ক প্রোটোকল বলে।
২০.প্রশ্ন:PAN কী ?
উত্তর: PAN এর পূর্ণরুপ হচ্ছে Personal Area Network । সাধারণত ১০ মিটার এর মধ্যে সীমাবদ্ধ কোন ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে।
২১.প্রশ্ন:LAN কী ?
উত্তর: LAN এর পূর্ণরুপ হচ্ছে Local Area Network । সাধারণত ১ কি.মি. বা তার কম এরিয়ার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN বলে।
২২.প্রশ্ন:MAN কী ?
উত্তর: MAN এর পূর্ণরুপ হচ্ছে Metropolitan Area Network । একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ, বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN বলে।
২৩.প্রশ্ন:WAN কী ?
উত্তর: WAN এর পূর্ণরুপ হচ্ছে Wide Area Network । অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসগুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN বলে।
২৪.প্রশ্ন:হাফ ডুপ্লেক্স কী ?
উত্তর: যে পদ্ধতিতে ডেটা উভয় দিক থেকে আদান-প্রদান করা যায়,কিন্তু তা একই সময়ে সম্ভব নয় তাকে হাফ-ডুপ্লেক্স মোড বলে।
২৫.প্রশ্ন:ফুল ডুপ্লেক্স কী ?
উত্তর: যে পদ্ধতিতে ডেটা উভয় দিক থেকে একই সময়ে আদান-প্রদান করা যায়,তাকে ফুল-ডুপ্লেক্স মোড বলে।
২৬.প্রশ্ন:ট্রান্সপোন্ডার কী ?
উত্তর: ট্রান্সপোন্ডার হলো দুই ধরনের ডিভাইসের সমন্বয় যার দ্বারা এয়ার নেভিগেশন ও রেডিও ফ্রিকুয়েন্সি আেইডেন্টিফিকেশন করা হয়।
২৭.প্রশ্ন:ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন গতি কী ?
উত্তর: প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমান ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের হারকে ব্যান্ডউইথ বলে।
২৮.প্রশ্ন:মেশ টপোলজি কী ?
উত্তর: যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে মেশ টপোলজি বলে।
২৯.প্রশ্ন:বাস টপোলজি কী ?
উত্তর: যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
৩০.প্রশ্ন:রিং টপোলজি কী ?
উত্তর: যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে ক্যাবল দ্বারা রিং এর মতো করে সংযুক্ত করা হয় তাকে রিং টপোলজি বলে।
৩১.প্রশ্ন:ট্রি টপোলজি কী ?
উত্তর: যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে।
৩২.প্রশ্ন:স্টার টপোলজি কী ?
উত্তর: যে টপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রনকারী ডিভাইসের (হাব বা সুইচ) সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে স্টার টপোলজি বলে।
৩৩.প্রশ্ন:হাইব্রিড টপোলজি কী ?
উত্তর: বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি বলে।
৩৪.প্রশ্ন:ব্রিজ কী ?
উত্তর: একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলে।
৩৫.প্রশ্ন:রিপিটার কী ?
উত্তর: নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে ক্যাবলে প্রবাহিত সিগন্যাল দূর্বল হয়ে পড়ে। এজন্য প্রবাহিত সিগন্যালকে পূনরায় শক্তিশালী এবং আরো অধিক দূরত্বে অতিক্রম করার জন্য যে ডিভাইস ব্যবহৃত তাকে রিপিটার বলে।
৩৬.প্রশ্ন:হাব কী ?
উত্তর: যে ডিভাইসের সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে তাকে হাব বলে।
৩৭.প্রশ্ন:GSM কী ?
উত্তর: GSM এর পূর্ণরুপ Global System for Mobile Communication যা জনপ্রিয় মোবাইল টেলিফোন সিস্টেম।
৩৮.প্রশ্ন:CDMA কী ?
উত্তর: CDMA হলো একটি চ্যানেল একসেস মেথড যা বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তি দ্বারা বাস্তবায়িত। CDMA এর পূর্ণরুপ হলো Code Division Multiple Access ।
৩৯.প্রশ্ন:পিকোনেট কী ?
উত্তর: ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট।
৪০.প্রশ্ন:মাধ্যম বা চ্যানেল কী ?
উত্তর: যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিট বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলে।
৪১.প্রশ্ন:ডেটা ট্রান্সমিশন মেথড কী ?
উত্তর: যে পদ্ধতিতে ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে।
৪২.প্রশ্ন:প্যারালাল ডেটা ট্রান্সমিশন কী ?
উত্তর: প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচলের পদ্ধতিকে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে।
৪৩.প্রশ্ন:সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী ?
উত্তর: যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে ১ টি বিটের পর ১ টি বিট স্থানান্তরিত হয়, তাকে সিরিয়াল বা অনুক্রম ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলে।
৪৪.প্রশ্ন:এসিনক্রোনাস ট্রান্সমিশন কী ?
উত্তর: যে পদ্ধতিতে ডেটা প্রেরক কম্পিউটার হতে গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
৪৫.প্রশ্ন:আইসোক্রেনাস ট্রান্সমিশন কী ?
উত্তর: যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কোন প্রকার সময় বিরতি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সমিট করা হয় তাকে,আইসোক্রোনাস ট্রান্সমিশন বলে।
৪৬.প্রশ্ন:সিমপ্লেক্স মোড কী ?
উত্তর: যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রবাহিত হয় তাকে সিমপ্লেক্স মোড বলে।
৪৭.প্রশ্ন:ইউনিকাস্ট মোড কী ?
উত্তর: যে ট্রান্সমিশন পদ্ধতিতে একটি নোড (কম্পিউটার,প্রিন্টার বা অন্য কোন যন্ত্রপাতি) থেকে কেবলমাত্র একটি নোডের মধ্যে সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স মোডে ডেটা প্রেরণ করা হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলে।
৪৮.প্রশ্ন:ব্রডকাস্ট মোড কী ?
উত্তর: যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোন প্রেরক নোড হতে ডেটা ট্রান্সমিট হলে ঐ নেটওয়ার্কভুক্ত সকল নোডই(প্রাপক) তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বলে।
৪৯.প্রশ্ন:মাল্টিকাস্ট কী ?
উত্তর: যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কোন একটি নোড থেকে ডেটা প্রেরন করলে তা নেটওয়ার্কের অধিনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড বলে।
৫০.প্রশ্ন:টুইস্টেড পেয়ার ক্যাবল কী ?
উত্তর: দুটি পরিবাহী তামার বা অ্যালুমিনিয়ামের তারকে একই অক্ষে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে যে ধরনের ক্যাবল তৈরি করা হয় তাকে টুইস্টেড পেয়ার ক্যাবল বলে।
৫১.প্রশ্ন:কো-এক্সিয়াল ক্যাবল কী ?
উত্তর: যে ক্যাবল দিয়ে ক্যাবল টিভি বা ডিস টিভির সংযোগ দেওয়া হয় এবং কপার তারের মধ্য দিয়ে ডেটা তরঙ্গ আকারে প্রবাহিত হয় তাকে কো-এক্সিয়াল ক্যাবল বলে।
৫২.প্রশ্ন:থিননেট কী ?
উত্তর: থিন কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে থিননেট বলা হয়।
৫৩.প্রশ্ন:থিকনেট কী ?
উত্তর: থিক কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে থিকনেট বলা হয়।
৫৪.প্রশ্ন:ফাইবার অপটিক্যাল ক্যাবল কী ?
উত্তর: সিলিকা, কাঁচ অথবা প্লাষ্টিকের এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু(সুতা) দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে।
৫৫.প্রশ্ন:কোর কী ?
উত্তর: কোর হলো অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের ডাই-ইলেকট্রিক পদার্থ যা প্রধানত সিলিকা, মাল্টিকম্পোনেন্ট কাচ বা স্বচ্ছ প্লাস্টিক ও অন্যান্য উপাদানের মিশ্রনে তৈরি।
৫৬.প্রশ্ন:ক্লাডিং কী ?
উত্তর: কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং(Cladding) যা কাচের তৈরি। ক্লাডিং এর ব্যাস ১২৫ মাইক্রোমিটার। ক্লাডিং কোর থেকে নির্গত আলোক রশ্নিকে প্রতিফলিত করে পূনরায় কোরে ফেরত পাঠায়।
৫৭.তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন কী?
উত্তর: কোন ধরনের বাহ্যিক তার সংযোগ ছাড়াই তড়িৎ চৌম্বক সংকেত ব্যবহার করে তথ্য আদান-প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া বলে।
৫৮.প্রশ্ন:রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কী ?
উত্তর: 3KHz থেকে 300GHz এর মধ্যে সীমিত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ(ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম) কে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বলে।
৫৯.প্রশ্ন:মাইক্রোওয়েভ কী ?
উত্তর: 300MHz থেকে 300GHz এর মধ্যে সীমিত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ(ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম) কে মাইক্রোওয়েভ(Microwave) বলে।
৬০.CAN কী ?
উত্তর: দুই বা ততোধিক LAN কে সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ক্যাম্পাস/কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক বা CAN বলে।
৬১.প্রশ্ন:Wi-MAX কী ?
উত্তর: Wi-MAX এর পূর্ণরুপ হলো Worldwide Interoperability for Microwave Access । যে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি, মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ব্যাপক এলাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয় তাকে Wi-MAX বলে ।
৬২.প্রশ্ন:Wi-fi কী ?
উত্তর: Wi-Fi শব্দের পূর্ণরুপ হলো Wireless Fidelity(ওয়্যারলেস ফিডেলিটি)। উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য রেডিও ওয়েভ ব্যবহৃত তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তিকে Wi-Fi বলে ।
৬৩.প্রশ্ন:wwwww কী ?
উত্তর: wwwww এর পূর্ণরুপ বা পরিচিতি হলো World Wide Wireless Web
৬৪.প্রশ্ন:ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী ?
উত্তর: একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে।
৬৫.প্রশ্ন:হাইব্রিড নেটওয়ার্ক কী ?
উত্তর: সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এর সংমিশ্রণে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। অথবা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে।
৬৬.প্রশ্ন:পাবলিক নেটওয়ার্ক কী ?
উত্তর: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা সংস্থার একক মালিকানাধীন নয় তবে কোন প্রতিষ্ঠান বা সংস্থার দ্বারা পরিচালিত নেটওয়ার্ককে পাবলিক নেটওয়ার্ক বলে।
৬৭.প্রশ্ন:প্রাইভেট নেটওয়ার্ক কী ?
উত্তর: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে।
৬৮.প্রশ্ন:প্রাইভেট ক্লাউড কী ?
উত্তর: কোন কোম্পানি তার নিজের ব্যবহারের জন্য যদি একটি ক্লাউড স্থাপন করে তাকে প্রাইভেট ক্লাউড বলে।
৬৯.প্রশ্ন:পাবলিক ক্লাউড কী ?
উত্তর: যে ক্লাউড সিস্টেমের সুবিধা ইন্টারনেটের মাধ্যমে নেওয়া হয় তাকে পাবলিক ক্লাউড বলে।
৭০.প্রশ্ন:হ্যান্ড অফ(Handoff) কী ?
উত্তর: মোবাইল যোগাযোগকালীন অবস্থায় প্রাপক বা প্রেরক এক বেজ স্টেশন থেকে অন্য বেজ স্টেশনে গমন করার সময় সাময়িকভাবে কল বিচ্ছিন্ন থাকে, এই ঘটনাকে Handoff বলে।
৭১.প্রশ্ন:ন্যারোব্যান্ড কী ?
উত্তর: যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারনত সর্বনিম্ন 45bps থেকে সর্বোচ্চ 300bps পর্যন্ত হয়ে থাকে, তাকে ন্যারো ব্যান্ড (Narrow Band) বলে।
৭২.প্রশ্ন:ভয়েস ব্যান্ড কী ?
উত্তর: যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারনত সর্বনিম্ন 1200bps থেকে সর্বোচ্চ 9600bps পর্যন্ত হয়ে থাকে, তাকে ভয়েস ব্যান্ড (Voice Band) বলে।
৭৩.প্রশ্ন:EMI কী ?
উত্তর: ইলেকট্রনিক্স ডিভাইসসমূহে ওয়্যারলেস রেডিও ফ্রিকুয়েন্সির চৌম্বকীয় প্রভাবকের কারনে যে অনাকাঙ্খিত নয়েজ তৈরি হয় এবং তাতে ডেটা ট্রান্সমিশনে যে বাধা সৃষ্টি হয় তাকে EMI(Electro Magnetic Interference) বলে।
৭৪.প্রশ্ন:UTP কী ?
উত্তর: প্লাষ্টিক আবরণে মোড়ানো একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টিই হলো ইউটিপি।
৭৫.প্রোটোকল কী ?
উত্তর: ডেটা কমিউনিকেশন নিয়ন্ত্রন ও পরিচালনার জন্য কিছু বিধি-নিয়ম মেনে চলতে হয়,এসব বিধি-নিয়ম এর সমষ্টিকে প্রোটোকল বলে। যেমন-HTTP,FTP
৭৬.প্রশ্ন:নেটওয়ার্ক ব্যাকবোন কী ?
উত্তর: ব্যাকবনের জন্য কমিউনিকেশন চ্যানেল হিসেবে যে ক্যাবল ব্যবহার করা হয় তাকে ব্যাকবোন বলা হয়।(আপডেট হবে)
৭৭.প্রশ্ন:5G কী ?
উত্তর: পঞ্চম প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি বা স্ট্যান্ডার্ডসমূহকে সংক্ষেপে 5G বলে।
৭৮.প্রশ্ন:4G কী ?
উত্তর: চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি বা স্ট্যান্ডার্ডসমূহকে সংক্ষেপে 4G বলে।
৭৯.প্রশ্ন:3G কী ?
উত্তর: তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি বা স্ট্যান্ডার্ডসমূহকে সংক্ষেপে 3G বলে।
৮০.প্রশ্ন:NFC কী ?
উত্তর: রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বে(৪ থেকে ১০ সে.মি.) দুটি ডিভাইসের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগের একসেট প্রোটোকলকে এনএফসি (NFC-Near Field Communication) বলে
৮১.প্রশ্ন:মোবাইল কমিউনিকেশন কী?
উত্তর: একাধিক চলনশীল ডিভাইস বা একটি চলনশীল এবং অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলে।
৮২.প্রশ্ন:SIM card কী ?
উত্তর: প্রতিটি মোবাইল ফোনে একটি ক্ষুদ্র মাইক্রোচিপ ব্যবহার করা হয় যাকে SIM Card বলে।
৮৩.প্রশ্ন:সিঙ্গেলমোড ফাইবার কী ?
উত্তর: কোরের ব্যাস সাধারণত ৮ থেকে ১২ মাইক্রোনের মধ্যে থাকলে সেটিকে সিঙ্গেলমোড ফাইবার বলা হয়।
৮৪.প্রশ্ন:জিগবি কী ?
উত্তর: জিগবি হলো একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার স্টান্ডার্ড ভিত্তিক আদর্শ মানের প্রযুক্তি।
দ্বিতীয় অধ্যায় লেকচার-১৩: ক্লাউড কম্পিউটিং(Cloud Computing)
Written by:
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284
As someone still navigating this field, I find your posts really helpful. My site is Webemail24 and I’d be happy to have some experts about Website Traffic like you check it and provide some feedback.