চতুর্থ অধ্যায় লেকচার-০২: ওয়েব সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়(IP Address, Domain Name, URL)

IP Address

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) :
WWW এর পূর্ণরুপ হলো-World Wide Web । পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নামকে WWW বলে।

আইপি অ্যাড্রেস(IP Address)

ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইট বা কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে এই ঠিকানাকে IP Address বলে। IP Address এর পূর্ণরুপ Internet Protocol Address. প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয়। IANA(Internet Assigned Numbers Authority) নামক সংস্থাটি IP Address ব্যবস্থাপনা করে থাকে। IPV4-এ একটি আইপি অ্যাড্রেস 32 টি বিট নিয়ে গঠিত হয়। এই বিটগুলোর প্রতি ৮ টাকে একটি অকটেট বলে, সুতরাং ৪টি অকটেট নিয়ে একটি আইপি অ্যাড্রেস গঠিত। প্রতিটি অকটেট ডট (.) দ্বারা পৃথক থাকে। প্রথম দুইটি অকটেট নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে। আইপি অ্যাড্রেস সাংখ্যিক মানের হয়ে থাকে।

আইপি অ্যাড্রেস প্রকাশের পদ্ধতি তিনটি :
১.ডটেড ডেসিমাল নোটেশন-192.168.15.5
২.বাইনারি নোটেশন-
11000000.10101000.00001111.00000101
৩.হেক্সাডেসিম্যাল নোটেশন-C0.A8.0F.05

বর্তমানে ২ ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে :
১.ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৪(IPV4): এটি 4 টি অকটেট তথা 32 বিট নিয়ে গঠিত। যার সাহায্যে 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইস সনাক্ত করা যায়।
২.ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৬(IPV6): এটি আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন যা 128 বিটের । এই সর্বশেষ ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিটি ভাগ 16 বিটের হয়, যার সাহায্যে 2128 বা 3.4×1038 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইস সনাক্ত করা যায়।

আইপি অ্যাড্রেসের কাজ ২ টি :
১.হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করে, যাতে অন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে।
২.নেটওয়ার্ক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করে।

 

সার্ভার: কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শক্তিশালী কম্পিউটার যেখানে ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটারকে/ক্লায়েন্টকে ডেটা সার্ভিস দিয়ে থাকেে ঐ সকল কেন্দ্রীয় কম্পিউটারকে সার্ভার বলে।

ওয়েব সার্ভার: ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েবপেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে।

ক্লায়েন্ট কম্পিউটার : যে কম্পিউটার থেকে ওয়েবপেজ ব্রাউজ করা হয় তাকে ক্লায়েন্ট কম্পিউটার বলে।

অথবা, যে সকল কম্পিউটার সার্ভারে সংরক্ষিত ডেটা ব্যবহার করে তাকে ক্লায়েন্ট/ক্লায়েন্ট কম্পিউটার বলে।

ওয়েব পোর্টাল: ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েবপেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিংক সাজানো থাকে।

ইন্টারনেট প্রোটোকল/প্রোটোকল: কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়মনীতিকে প্রোটোকল বলে।

HTTP: যা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে HTTP বলে। HTTP এর পূর্ণরুপ-Hyper Text Transfer Protocol.

HTTP এর কাজ:

  • সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ করা।
  • সার্ভারের যে কোন অনুরোধ সার্ভারে পৌছে দেওয়া।
  • ক্লায়েন্টের অনুরোধে সাড়া দিয়ে ক্লায়েন্টে কাছে পাঠিয়ে দেওয়া।
  • ব্রাউজার ও সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করা ।

FTP: FTP এর পূর্ণরুপ- File Transfer Protocol. যে প্রোটোকল(TCP/IP) দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয় তাকে FTP বলে।

Upload: নিজের কম্পিউটার হতে কোন ফাইল অন্যের কম্পিউটারে বা সার্ভারে প্রেরণ করাকে আপলোড বলে।

Download: অন্যের কম্পিউটার বা সার্ভার হতে কোন ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।

DNS Server: DNS Server এর পূর্ণরুপ-DOmain Name System Server. DNS Server ডোমেইন নেইম বা ওয়েব অ্যাড্রেসকে IP অ্যাড্রেসে রুপান্তর করে।

SEO: SEO এর পূর্ণরুপ-Search Engine Optimization. ওযেবসাইট ডিজাইন করে সার্ভারে হোস্ট করার পরে আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে SEO বলে।

ISP: ISP এর পূর্ণরুপ-Internet Service Provider. যে সকল কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে ISP বলে। যেমন-Godaddy.com, Daruhost.com, Namecheap.com ইত্যাদি।

Web Browser: যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, একসিস করা এবং উপস্থাপন করা যায় তাকে Web Browser বলে। যেমন-Google Chrome, Opera, Internet Explorer, Mozilla Firefox ইত্যাদি।

Search Engine(সার্চ ইঞ্জিন) : ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোন তথ্য খুঁজে বের করার টুলকে Search Engine বলে। পৃথিবীর জনপ্রিয় Search Engine হলো-Google,Yahoo ইত্যাদি। গুগলের জনক ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। Yahoo এর জনক ছিলেন জেরি ইয়াং ও ডেভিড ফেলো। পিপীলিকা বাংলাদেশের তৈরিকৃত প্রথম সার্চ ইঞ্জিন।

Domain Name(ডোমেইন নেইম)

আইপি অ্যাড্রেস সংখ্যা দ্বারা লিখিত হয় যা মনে রাখা কষ্টকর। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ক্যারেক্টার ফর্মের নাম দেওয়া হয়,এই নামকেই ডোমেইন নেইম বলা হয়। যেমন- আইপি অ্যাড্রেস 103.78.265.103 এর পরিবর্তে www.habibictcare.com ডোমেইন নেইম ব্যবহার করা যায়। ডোমেইন নেইমের ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়। এটি দেখে বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের । টপ লেভেল ডোমেইনসমূহকে আবার ২ ভাগে ভাগ করা হয়। যথা-জেনেরিক ও কান্ট্রি টপ ডোমেইন।

জেনেরিক টপ লেভেল ডোমেইন

টপ লেভেল ডোমেইন ডোমেইন প্রকৃতি উদাহরণ
.com কমার্শিয়াল Godaddy.com
.gov গভর্নমেন্টাল moedu.gov
.edu শিক্ষা প্রতিষ্ঠান du.edu
.net নেটওয়ার্ক সার্ভিস bangla.net
.org অর্গানাইজেশন undp.org
.int আন্তর্জাতিক un.int
.info তথ্য সংক্রান্ত india.info

 

কান্ট্রি টপ লেভেল ডোমেইন যেমন-

 কান্ট্রি কোড  দেশের নাম
.bd বাংলাদেশ
.ar আর্জেন্টিনা
.cn চীন
.in ইন্ডিয়া
.pk পাকিস্তান
.jp জাপান
.uk যুক্তরাজ্য
.us যুক্তরাষ্ট্র
.sa সৌদি আরব

 

ইউআরএল(URL)

কোন ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়, ওয়েবসাইটের এই একক ঠিকানাকে URL বলে। URL এর পূর্ণরুপ-Uniform/Universal Resource Locator. একটি URL এ যে যে অংশ থাকতে পারে তা নিম্নরুপ-

  • প্রোটোকল(Protocol)
  • হোস্ট নেইম/সাব-ডোমেইন(Host Name/Sub-Domain)
  • সেকেন্ড লেভেল ডোমেইন(Second Level Domain)
  • টপ লেভেল ডোমেইন(Top Level Domain)
  • কান্ট্রি কোড(Country Code)
  • ফোল্ডার নেইম(Folder Name)
  • ডকুমেন্ট ফাইল (Document File)

একটি পূর্ণাঙ্গ ইউআরএল(URL) এর বর্ণনা :

http://www.daraz.com.bd/home gallery/chair.html

প্রোটোকল (Protocol) : বেশিরভাগ ওয়েব অ্যাড্রেস শুরু হয় http:// দিয়ে। http এর পূর্ণরুপ-Hyper Text Transfer Protocol. যা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে অর্থাৎ ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করিয়ে দেয়। ওয়েবসাইটকে আরো সুরক্ষিত করে ব্যবহারের ক্ষেত্রে http:// এর পরিবর্তে https:// ব্যবহার করা হয়।

হোস্ট নেইম/সাব-ডোমেইন(Host Name/Sub-Domain) : World Wide Web এর সংক্ষিপ্ত রুপ হলো WWW. পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম হলো WWW .

সেকেন্ড লেভেল ডোমেইন(Second Level Domain): এটি হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব নাম যা ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। যেমন- উপরোক্ত ইউআরএল এ daraz হলো সেকেন্ড লেভেল ডোমেইন।

টপ লেভেল ডোমেইন(Top Level Domain) : টপ লেভেল ডোমেইন ওয়েবসাইটটি কোন ধরনের তা প্রকাশ করে। যেমন- .com দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং .edu দ্বারা শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট হিসেবে প্রকাশ করে।

কান্ট্রি কোড(Country Code) : ওয়েবসাইটটিকে আরো বেশি নির্দিষ্ট করার জন্য ডোমেইন হিসেবে টপ লেভেল ডোমেইনের পরে দেশের সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয় এটাকে কান্ট্রি কোড/কান্ট্রি ডোমেইন বলে। যেমন-উপরোক্ত উআরএল এ .bd হলো কান্ট্রি কোড এর অর্থ হলো প্রতিষ্ঠানটি বাংলাদেশ ভিত্তিক।

ফোল্ডার নেইম(Folder Name) : ফোল্ডার নেইম হলো সার্ভারের মধ্যে ওয়েবপেজগুলো যে ডিরেক্টরিতে থাকে এবং যেখান থেকে ব্রাউজার কাঙ্খিত ফাইল প্রদর্শন করে। যেমন-উপরোক্ত উআরএল এ home gallery একটি ফোল্ডার যেখান থেকে chair.html ফাইলটি ব্রাউজারে প্রদর্শিত হবে।

ডকুমেন্ট ফাইল (Document File) : এটি হোস্ট বা কম্পিউটারের ডিরেক্টরি ফোল্ডারে অবস্থিত কোন ফাইলকে নির্দেশ করে। যার এক্সটেনশন .html/.css ইত্যাদি হতে পারে। যেমন-উপরোক্ত উআরএল এ chair.html একটি ডকুমেন্ট ফাইল যা home gallery ডিরেক্টরি ফোল্ডারে অবস্থিত।

 

আইপি অ্যাড্রেস ও ইউআরএল এর পার্থক্য

আইপি অ্যাড্রেস(IP Address)     ইউআরএল(URL) 
  ১.IP Address এর পূর্ণরুপ- Internet Protocol Address.  ১.URL এর পূর্ণরুপ-Uniform/Universal Resource Locator.
 ২.IP Address  একটি নির্দিষ্ট Location এর ঠিকানা।  ২.URL নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রুপ।
 ৩.DNS সার্ভারের প্রয়োজন নেই।  ৩.DNS সার্ভারের প্রয়োজন আছে।
 ৪.IP Address সীমিত।  ৪.URL সীমিত নয়।
 ৫.উদাহরণ:192.168.15.5  ৫.উদাহরণ:
http://www.daraz.com.bd
/home gallery/chair.html

 

শিক্ষার্থীর বাড়ির কাজ: আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম এর পার্থক্য লেখ।

 

পাঠ মূল্যায়ন :

জ্ঞানমূলক প্রশ্নসমূহ :

  • ১. WWW এর পূর্ণরুপ কি ?
  • ২. WWW কী ?
  • ৩. IP Address এর পূর্ণরুপ কি ?
  • ৪. আইপি অ্যাড্রেস কাকে বলে ?
  • ৫. সার্ভার কাকে বলে ?
  • ৬. ওয়েব সার্ভার কাকে বলে ?
  • ৭. ক্লায়েন্ট কম্পিউটার কাকে বলে ?
  • ৮. ওয়েব পোর্টাল কী ?
  • ৯. প্রোটোকল কী ?
  • ১০. HTTP এর পূর্ণরুপ কী ?
  • ১১. HTTP  কী ?
  • ১২. FTP  কী ?
  • ১৩. ডাউনলোড বলতে  কি বুঝ  ?
  • ১৪. DNS সার্ভার কি  ?
  • ১৫. SEO কি  ?
  • ৬. সার্চ ইঞ্জিন কি  ?
  • ৭. Web Browser কি  ?
  • ৮. ডোমেইন নেইম কি  ?
  • ৯. URL কি  ?
  • ২০. ISP  কি  ?

Click Here for Answer

অনুধাবনমূলক প্রশ্নসমূহ :

  • ১. ডোমেইন নেইম অদ্বিতীয়-ব্যাখ্যা কর।
  • ২. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন-ব্যাখ্যা কর। অথবা, ডোমেইন নেম এর গুরুত্ব ব্যাখ্যা কর।
  • ৩. আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক-ব্যাখ্যা কর।
  • ৪. ওয়েবপেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
  • ৫. ”ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়” ব্যাখ্যা কর।
  • ৬. আইপি অ্যাড্রেস ডোমেইন নেম এর গাণিতিক রুপ-ব্যাখ্যা কর।
  • ৭. ডোমেইন নেম এ www থাকে কেন ? ব্যাখ্যা কর।

 

বহুনির্বাচনী প্রশ্নসমূহ :

১. URL হলো ওয়েবপেজের ?
ক) লিংক
খ) হোমপেজ
গ) অ্যাড্রেস
ঘ) সার্ভার

২. ওয়েবসাইটের একক ঠিকানা-
ক) HTML
খ) IP Address
গ) HTTP
ঘ) URL

৩. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কমপিউটারে রাখা হয় তাকে কী বলা হয়?
ক. হোম কম্পিউটার
খ. মাদার কম্পিউটার
গ. হাউট কম্পিউটার
ঘ. হোস্ট কম্পিউটার

৪. URL এর তৃতীয় অংশের নাম কী?
ক. প্রোটোকল
খ. পাথ
গ. প্যারামিটার
ঘ. হোস্টনেম

৫.আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?
ক. 1G
খ. 2G
গ. 3G
ঘ. 4G

৬. ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কী বলা হয়?
ক.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
খ. নেটওয়ার্কিং
গ. ব্রাউজিং
ঘ. প্রোগ্রামিং

৭. কোনটি ওয়েব ব্রাউজার?
ক. গুগল
খ. ইয়াহু
গ. মজিলা
ঘ. বিং

৮ . HTTP এর পূর্ণরূপ কী?
ক) Higher Text Transfer Protocol
খ) Hyper Text Transfer Protocol
গ) Higher Transfer Text Protocol
ঘ) Hyper Transfer Text Protocol

৯. একটি ওয়েব অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রোয়োজন ?
ক) ৮ টি
খ) ২ টি
গ) ৩২ টি
ঘ) ৪ টি

১০. আইপি অ্যাড্রেস (IPV4) কত বিটের ?
ক) ৮ টি
খ) ৬৪ টি
গ) ১২৮ টি
ঘ) ৩২ টি

১১. শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি ?
ক. .com
খ. .info
গ. .edu
ঘ. .org

১২.http://www.habibictcare.com এর সর্বশেষ অংশের নাম কী?
ক. প্রোটোকল
খ. ডোমেইন নেম
গ. ডোমেইন প্রকৃতি
ঘ. ফাইল প্রকৃতি

১৩ .ডোমেইন নেম হলো ?
ক. ওয়েবসাইটের একটি সতন্ত্র নাম
খ. সার্ভারের নাম
গ. ওয়েব ফাইলের নাম
ঘ. ফোল্ডারের নাম

১৪.ISP এর পূর্ণরুপ কি ?
ক. Internet Service Provider
খ. Internet Server Provider
গ. Internet Super Power
ঘ. Internet Server Programme

১৫. http://www.moedu.gov/home/tag এখানে টপ ডোমেইন কোনটি ?
ক. www
খ. www.moedu
গ. www.moedu.gov
ঘ. .gov

১৬. ওয়েবপেজের অ্যাড্রেসকে কি বলে ?
ক) HTML
খ) IP Address
গ) HTTP
ঘ) URL

১৭. Google.com কি?
ক) Browser
খ) Protocol
গ) E-mail Address
ঘ) Search Engine

১৮. কোনটি সঠিক URL  ?
ক) www.abc-com/xyz
খ) www.abc.com\xyz
গ) www.abc-com/xyz
ঘ) www.abc.com/xyz

 

চতুর্থ অধ্যায় লেকচার-০১: ওয়েবসাইট(Website) ও এর প্রকারভেদ।

 

 



Written by:

Habibur Rahman(Habib Sir)
Author at www.habibictcare.com
Email:habibbzm2018@gmail.com
Cell: +8801712-128532,+8801913865284

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *